মোঃ আব্দুল্লাহ,খুলনা জেলা প্রতিনিধি
খুলনা নগরীতে এক ব্যক্তিকে অপহরণ করে এক কোটি টাকা মুক্তিপণ দাবি করা হয়। অপহরণ হওয়া ব্যক্তির স্বজনরা ডিবি পুলিশের সহায়তায় ৫০ লক্ষ টাকা দেওয়ার ফাঁদ পেতে অপহরণ কারী কে আটক ও অপহৃতকে উদ্ধার করেছে পুলিশ। অপহৃত ব্যক্তির নাম নুর আলম (৫৬) বাড়ি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায়।
নগরীর ইকবাল নগর রোড হতে অপহরণ করে ১কোটি টাকা মুক্তিপণের অভিযোগে খুলনা মহানগর যুবদলের সাবেক সভাপতি মাহবুব হাসান পিয়ারু ও জাতীয় নাগরিক কমিটির মহানগর শাখার সদস্য ইমন মোল্লাসহ তিনজনকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
জানাযায়,জাতীয় নাগরিক কমিটি খুলনার মহানগর শাখার সদস্য ইমন মোল্লা(৩০), পিতা আজগর মোল্লা, সাং- বসুপাড়া এতিমখানা রোড, খুলনা ও খুলনা মহানগর যুবদলের সাবেক সভাপতি মাহবুব হাসান পিয়ারুসহ ৪ জনের একটি চক্র নূরে আলম মোল্লা(৫৮) কে অপহরণ করে তার পরিবারের কাছে এক কোটি টাকা দাবি করেন। ভিকটিমের স্বজনেরা ৫০ লাখ টাকা দেওয়ার কথা বলে ফাঁত পাতলে ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার হয় ইমন মোল্লা সহ ওই চক্রের তিন সদস্য।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম
সহ-সম্পাদকঃ আবুল কাশেম
বার্তা সম্পাদকঃ রাফসান জাহান
অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা)মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০।রেজিস্ট্রি অফিসঃ চৌকস ভবন,চরকালিগন্জ কেরানীগঞ্জ, ঢাকা -১৩১০
ফোনঃ ০২২২৬৬৩৯৮৪৭
মোবাইলঃ ০১৬০০-৭২২২২৯,০১৯২০-০০৩০৮১
ইমেইলঃchoukasinfo@gmail.com,dainikchoukos@gmail.com
Copyright © 2025 দৈনিক চৌকস. All rights reserved.