শাহীন আলম
সাংবাদিকরা তাদের নিজ পেশাগত দায়িত্ব পালনে স্বাধীন ভাবে মতপ্রকাশে রাষ্ট্রের কাছে এবং নিজ প্রতিষ্ঠানের মালিকের কাছে কোথাও স্বাধীন নয়, এমন মন্তব্য করেছেন বিশিষ্ট কথা সাহিত্যিক ও চট্টগ্রাম প্রেস ক্লাব সদস্য সাংবাদিক কামাল পারভেজ। এসময় তিনি সকল সাংবাদিকদের একত্রিত হয়ে ঐক্য গড়ার আহ্বান জানান। আর তা না হলে ভবিষ্যতে এ পেশায় বার বার লাঞ্চিত হওয়া ছাড়া কিছুই পাওয়া যাবে না বলেও উল্লেখ করেন তিনি।
শনিবার (২২ মার্চ) ২১ রমজান বিকেলে চট্টগ্রাম নগরীর খুলশীর ফয়েজলেক এলাকায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন চট্টগ্রাম জেলা শাখার আয়োজনে বিএমইউজে কার্যালয়ে মাদ্রাসার এতিম শিশুদের সাথে নিয়ে “বিএমইউজে” চট্টগ্রাম জেলা শাখার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংক্ষিপ্ত আলোচনায় তিনি এসব কথা বলেন।
সাংবাদিক কামাল পারভেজ বলেন, আজ মহান এই পেশায় সাংবাদিকদের মধ্যে ঐক্যের বড়ই অভাব। এটার অবসান ঘটিয়ে নিজেদের মধ্যে ঐক্যের প্রাচীর নির্মাণ করতে হবে। আজ প্রতিটি জেলায়, অঞ্চলে, রাজধানীতে সাংবাদিকরা নির্যাতন ও নিপীড়নের শিকার হচ্ছে। প্রতিবাদ জানিয়ে থেমে থাকলে হবে না। প্রয়োজনে রাজপথে থেকে আন্দোলনের মাধ্যমে সাংবাদিকদের নির্যাতনের প্রতিবাদ জানাতে হবে। তাই ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই বলেও উল্লেখ করেন তিনি।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন চট্টগ্রাম জেলা শাখার সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য রাখেন বিএমইউজে’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সোহাগ আরেফিন। এছাড়াও কার্যনির্বাহী সদস্য জহিরুল ইসলাম বাবলুর সঞ্চালনায় বক্তব্য রাখেন দৈনিক কালের প্রতিচ্ছবির প্রকাশক ও সম্পাদক হাসান আল মামুন, দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার উপদেষ্টা সম্পাদক নুরুল আফসার তৌহিদ, সহ-সম্পাদক বেলাল আহমেদ, অতিরিক্ত জেলাও দায়রা জজ আদালত এর এ পি পি আবু বক্কর সিদ্দিক, সাংবাদিক উন্নয়ন পরিষদ চট্টগ্রাম এর সভাপতি মিজান উল্লাহ সমরকন্দী, বিএমইউজে চট্টগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রাব্বি, মমিন উল্লাহ সহ অন্যান্যরা।
উপস্থিত ছিলেন বিএমইউজে’র সহ-সভাপতি রুমেন চৌধুরী, সাংবাদিক শফিকুল ইসলাম, শামসুল আলম রানা, নাসির উদ্দিন লিটন, অন্তর রুবেল, মোশারফ হোসেন মাসুদ, শাহিন আলম, মোঃ ফরহাদ, শাহাদাত মুরাদ সোহেল, রাজিব, গিয়াস উদ্দিন লিটন, মাজহারুল ইসলাম রানা সহ আরো অনেকে। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন নুরীয়া মাদ্রাসা কমপ্লেক্স’র শিক্ষক ক্বারী মওলানা হাফেজ মোহাম্মদ শহীদুল ইসলাম। এতে উক্ত মাদ্রাসার ১০০জন শিক্ষার্থী আয়োজিত ইফতার মাহফিলে অংশ গ্রহণ করে।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম
সহ-সম্পাদকঃ আবুল কাশেম
বার্তা সম্পাদকঃ রাফসান জাহান
অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা)মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০।রেজিস্ট্রি অফিসঃ চৌকস ভবন,চরকালিগন্জ কেরানীগঞ্জ, ঢাকা -১৩১০
ফোনঃ ০২২২৬৬৩৯৮৪৭
মোবাইলঃ ০১৬০০-৭২২২২৯,০১৯২০-০০৩০৮১
ইমেইলঃchoukasinfo@gmail.com,dainikchoukos@gmail.com
Copyright © 2025 দৈনিক চৌকস. All rights reserved.