শাকিল হোসেন গাজীপুর কালিয়াকৈর প্রতিনিধিঃ
গাজীপুরের কালিয়াকৈরে বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে মৌচাক ফুলবাড়িয়া আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শ্রমিকরা। আন্দোলনরত শ্রমিকদের র দাবি এ সময় বহিরাগতদের সাথে শ্রমিকদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটলে ঘটনাস্থলে ১০ থেকে ১২ জন গুরুতর আহত হয়।
উপজেলার ভান্ডারা এলাকায় দাইয়ু বাংলাদেশ লিমিটেড নামে একটি পোষাক কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে গত দুইদিন যাবত কারখানার ভিতরেই বিক্ষোভ করে আসছিল। তারই ধারবাহিকতায় ঔ শ্রমিকরা আজ সকালে ৮টার দিকে কর্মস্থলে আসার পর একই দাবিতে আবারও বিক্ষোভ শুরু করে।
শ্রমিকদের অভিযোগ, মালিকপক্ষের ইন্ধনে ওই এলাকার বিএনপি নেতা মনির বহিরাগত সন্ত্রাসীদেরকে এনে শ্রমিকদের উপর অতর্কিত হামলা চালায় । এ সময় ১০ থেকে ১২ জন শ্রমিক গুরুতর আহত হয়। কারখানার ভিতরে পুলিশ প্রসাশন থাকা সত্ত্বেও এই হামলা চালায় বলেও জানান তারা।
এক পর্যায়ে হামলার ঘটনায় একজন শ্রমিকের মৃত্যু হয়েছে এমন খবরের ভিত্তিতে শ্রমিকরা মৌচাক ফুলবাড়িয়া আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এসময় ওই পোশাক কারখানার সামনে থাকা কিছু দোকানপাটও ভাঙচুর করা হয়।
পরে সাড়ে দশটার দিকে যৌথবাহিনীর সদস্যরা ঘটনা স্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।প্রায় আড়াই ঘন্টাপর ঔসড়কে যানচলাচল স্বাভাবিক হয়।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম
সহ-সম্পাদকঃ আবুল কাশেম
বার্তা সম্পাদকঃ রাফসান জাহান
অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা)মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০।রেজিস্ট্রি অফিসঃ চৌকস ভবন,চরকালিগন্জ কেরানীগঞ্জ, ঢাকা -১৩১০
ফোনঃ ০২২২৬৬৩৯৮৪৭
মোবাইলঃ ০১৬০০-৭২২২২৯,০১৯২০-০০৩০৮১
ইমেইলঃchoukasinfo@gmail.com,dainikchoukos@gmail.com
Copyright © 2025 দৈনিক চৌকস. All rights reserved.