মোঃ আবুল কাশেম,
গাজীপুর, ২৩ মার্চ ২০২৫: গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় অবস্থিত লিবাস নীটওয়্যার লিমিটেড কারখানায় একদল বহিরাগত হামলা চালিয়েছে। এ ঘটনায় প্রায় ৫০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগ করেছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।
কোম্পানির সিনিয়র অ্যাডমিন ম্যানেজার এ কে এম আবু হাসনাৎ জানান, গতকাল (২২ মার্চ) সকাল আনুমানিক সাড়ে সাতটার দিকে আশপাশের কোম্পানির বৈরাগত শ্রমিকরা কারখানায় অনুপ্রবেশ করে। এ সময় তারা কারখানার ভেতর থেকে বিপুল পরিমাণ গার্মেন্টস পোশাক লোড করে নিয়ে যায়।
এ ঘটনার পর লিবাস নীটওয়্যার লিমিটেডের পক্ষ থেকে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। একইসঙ্গে, কারখানার নিরাপত্তা নিশ্চিত করতে আজ সকাল থেকে পুলিশ মোতায়েন করা হয়েছে।
প্রতিষ্ঠানটির মূল কোম্পানি লান্তাবুর গ্রুপ হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
এ বিষয়ে পুলিশ জানিয়েছে, তারা ইতোমধ্যে তদন্ত শুরু করেছে এবং হামলাকারীদের চিহ্নিত করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে।
আরও বিস্তা
রিত আসছে...
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম
সহ-সম্পাদকঃ আবুল কাশেম
বার্তা সম্পাদকঃ রাফসান জাহান
অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা)মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০।রেজিস্ট্রি অফিসঃ চৌকস ভবন,চরকালিগন্জ কেরানীগঞ্জ, ঢাকা -১৩১০
ফোনঃ ০২২২৬৬৩৯৮৪৭
মোবাইলঃ ০১৬০০-৭২২২২৯,০১৯২০-০০৩০৮১
ইমেইলঃchoukasinfo@gmail.com,dainikchoukos@gmail.com
Copyright © 2025 দৈনিক চৌকস. All rights reserved.