1. sokalerbangla@gmail.com : admin :
  2. dainikchoukos@gmail.com : jahid hasan : jahid hasan
বুধবার, ০৭ মে ২০২৫, ০৯:০৩ পূর্বাহ্ন
সদ্য প্রাপ্ত:-
চট্টগ্রামে ভেজালবিরোধী অভিযানে মাস্টার ফুডসকে ৩৫ হাজার টাকা জরিমানা রাজশাহীর পবায় পুকুর খননের বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ মোংলা পোর্টের চেয়ারম্যান রিয়াল এডমিরাল শাহীন রহমান মহোদয়ের প্রিমিয়ার সিমেন্ট মিলস্ পরিদর্শন। বাগাতিপাড়া থেকে গৃহবধূ “ঋতু” তিনদিন থেকে নিখোঁজ খালেদা জিয়ার ভাগনে তুহিনের মুক্তির দাবিতে ডিমলায় বিশাল বিক্ষোভ মিছিল। রাজশাহীতে মাদ্রাসা নিয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন চট্টগ্রামে বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক রাজশাহীতে মাদ্রাসার বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগেরহাটে গুণীজন সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত খুলনায় শ্রমিক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

আশুলিয়ায় কে এই মোঃ আঃ জলিল?

প্রতিবেদকের নামঃ
  • প্রকাশের সময়ঃ রবিবার, ২৩ মার্চ, ২০২৫

হেলাল শেখঃ বৈষম্যবিরোধী আন্দোলনে ৫ আগষ্ট ছাত্র—জনতার উপর গুলি করে মানুষ হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়ে নিজে এসব মামলা থেকে কৌশলে বাঁচতে উল্টো ভুয়া বাদী সেজে অনেক সাধারণ মানুষের নামে মিথ্যা অভিযোগ এনে মিথ্যা মামলা করে সায়েব আলী জলিলসহ অনেকেই। কয়েকজন আটক হলেও অন্যদেরকে এখনো আটক করা হয়নি।
জানা যায়, সায়েব আলী জলিল অস্ত্রসহ একাধিক মামলার আসামী। আশুলিয়ায় কে এই জলিল? মামলাবাজি, ফিটিংবাজি ও চুরি, ছিনতাই ও অস্ত্র মামলায় একাধিকবার পুলিশ ও র্যাব তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারা পাঠিয়েছেন, বর্তমানে এই জলিল কেরানীগঞ্জ কারাগারেই বন্দী রয়েছে। তার পরিবার তাকে জামিনের চেষ্টা করছেন বলে জানা গেছে, এই জলিল আশুলিয়াবাসী সাধারণ মানুষকে হয়রানি করে অতিষ্ঠ করে তুলেছে। তাই তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন ভুক্তভোগীরাসহ সচেতন মহল।
জানা গেছে, মোঃ আঃ জলিল, পিতা: মোঃ আঃ খলিল, মাতা: মোসাঃ কুলসুম বিবি, তার বর্তমান ঠিকানাঃ চারাবাগ,ডাকঘরঃ আশুলিয়া, বাসাইদ, ৪ নং ওয়ার্ড, আশুলিয়া ঢাকা। সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার পৌরসভা’র ৭নং ওয়ার্ড রঙ্গার চর দর্পগ্রামে জলিল এর গ্রামের বাড়ি। সে কখনো আওয়ামীলীগ, কখনো বিএনপি, কখনো জামায়াত, কখনো আওয়ামীলীগ নেতা রাজু আহমেদ এর বাহিনীর লিডার, আরো অনেক পরিচয়ে বহুরূপী এই মোঃ আঃ জলিল তার অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছে।
সূত্র—আশুলিয়া থানার মামলা নং ১৫, তারিখ ০৮/০৯/২০২৪ইং এই মামলার ভুয়া বাদী মোঃ সায়েব আলী জলিল মামলাবাজ প্রতারক চক্র। এরকম অনেক মামলার ভুয়া বাদী সেজে তারা সাধারণ মানুষের নাম দিয়ে অর্থনৈতিক ক্ষয়ক্ষতিসহ হয়রানি করার একাধিক অভিযোগ রয়েছে। এই সাহেব আলী জলিল ভুয়া বাদীর বিস্তারিত দেশ টিভি’র প্রায় ৫ মিনিট ও যমুনা টিভি’র ৩৮ মিনিটের সংবাদ প্রকাশ হয়েছে, সেই সাথে বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় সংবাদ প্রকাশ হয়েছে। জানা গেছে, এই সায়েব আলী জলিল এর বিরুদ্ধে অস্ত্র মামলা, ৫ আগষ্টের আন্দোলনে গুলি করা ও হত্যাচেষ্টা এবং হত্যা মামলাসহ ৫—৬টি মামলা রয়েছে, মোঃ আঃ জলিল অস্ত্র মামলায় হাজিরা দিতে গেলে ঢাকায় আদালত তাকে কারাগারে প্রেরণ করেছেন।
উক্ত জলিলকে আবারও আশুলিয়া থানা পুলিশের হেফাজতে এনে একটু আদরযত্ন করে জানা দরকার যে, তারা ৫ আগষ্টে গুলি করে সাধারণ ছাত্র—জনতাকে হত্যা কেন করছে? আর এই ঘটনা আড়াল করতে সাংবাদিক ও আইন শৃঙ্খলা বাহিনীকে হয়রানি করছে কেন, তারা হত্যাচেষ্টা ও হত্যা মামলা এবং অস্ত্র মামলার আসামী, অনেকেই ধারণা করছেন যে, ৫ আগষ্ট থানার অস্ত্র লুটপাট ও অগ্নিসংযোগের সাথে এই সায়েব আলী জলিল জড়িত থাকতে পারে। উক্ত ব্যাপারে সঠিকভাবে তদন্ত করে দোষীদেরকে আটকের পর তাদের আইনের আওতায় আনার দাবী জানান ভুক্তভোগী পরিবার ও সচেতন মহল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved dailychoukas.com 2014-2025
Theme Customized BY LatestNews