হেলাল শেখঃ দেশবাসী সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আলহাজ্ব মিজানুর রহমান মিজান, "নিউ সৌদি জুয়েলার্স" ১১নং নিউ সোসাইটি মার্কেট কসমেটিক্স পট্টি, রোড-১০, লাইন-২, মিরপুর ১১, পল্লবী, ঢাকা-১২১৬।
আলহাজ্ব মিজানুর রহমান মিজান বলেন, আমরা দেশবাসী সবাই ভালো আছি এরজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ, ব্যবসায়ী ও আমাদের নিউ সৌদি জুয়েলার্সের সকল কাস্টমারবৃন্দ শুভাকাঙ্ক্ষী প্রিয় ভাই বন্ধুসহ সকল শ্রেণী পেশার মানুষকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা-"ঈদ মোবারক"।
তিনি আরো বলেন, আমার বার্তা হলো, ২০২৫ইং মার্চ মাসে এবার পবিত্র ঈদুল ফিতর তাই প্রথমে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, যাদের আত্মত্যাগের বিনিময়ে আজ আমরা বাংলা ভাষায় কথা বলতে পারছি, যদি এই বাংলা ভাষাটা না থাকতো তবে এতো কাব্য এতো কবিতা ও গল্প কে লিখতো, যদি এই ভাষাটা না থাকতো তবে ভালোবাসি এই মিষ্টি কথাটি কে কাকে বলতো, যদি এই ভাষাটা না থাকতো তবে মা-কে এতো মধুর সুরে কে ডাকতো। তাই ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সকল বীর মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান ও সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করি, মহান আল্লাহ তায়ালা যেন তাদেরকে জান্নাতবাসী করেন, আমিন। সেই সাথে দেশবাসী সবাইকে আবারও পবিত্র ঈদুল ফিতরের ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। এই “ঈদ বয়ে আনুক সবার জীবনে অনাবিল সুখ-শান্তি”। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক সবার সারাটা জীবন। সকল আত্মীয় স্বজন প্রতিবেশী, ভাই বন্ধুদের সাথে সুসম্পর্ক ভালো রেখে নিজ পরিবার নিয়ে আনন্দঘণ মুহুর্তে ঈদ উদযাপন করাই স্বার্থকতা। সকল দুঃখ কষ্ট, ব্যথা বেদনা, হিংসা বিবাদ ভুলে ঈদের দিন আপনজনদেরকে সুখ শান্তির লক্ষ্যে সবাই হাসি-খুশি থাকবেন এই কামনা করি। আল্লাহ যেন আমাদের সবাইকে সততার সাথে ব্যবসা বাণিজ্য করার তৌফিক দান করেন, আমিন। আমি আবারও সবাইকে মহান স্বাধীনতা দিবস ও পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি-“ঈদ মোবারক”।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম
সহ-সম্পাদকঃ আবুল কাশেম
বার্তা সম্পাদকঃ রাফসান জাহান
অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা)মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০।রেজিস্ট্রি অফিসঃ চৌকস ভবন,চরকালিগন্জ কেরানীগঞ্জ, ঢাকা -১৩১০
ফোনঃ ০২২২৬৬৩৯৮৪৭
মোবাইলঃ ০১৬০০-৭২২২২৯,০১৯২০-০০৩০৮১
ইমেইলঃchoukasinfo@gmail.com,dainikchoukos@gmail.com
Copyright © 2025 দৈনিক চৌকস. All rights reserved.