রাজিব খাঁন, ক্রাইম রিপোর্টার
রাজশাহী জেলার পবা-মোহনপুর (রাজশাহী-৩) নির্বাচনী এলাকার বিসমিল্লাহ ফাউন্ডেশন বায়া বাজার কার্যালয়ে গতকাল ২৩ মার্চ রবিবার বিকেল ৪টায় এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিএনপির ভাবমূর্তি নষ্ট করার চেষ্টার অভিযোগ তুলে স্থানীয় নেতারা ক্ষোভ প্রকাশ করেন।
সভায় বক্তারা অভিযোগ করেন, কিছু অনুপ্রবেশকারী হাইব্রিড নেতা পরিচয়ে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য ছড়িয়ে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা চালাচ্ছে। এসব কর্মকাণ্ডে দলের ত্যাগী নেতা-কর্মীদের মধ্যে হতাশা ও বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে বলে জানান তারা।
বক্তারা বলেন, “বিএনপির সকল নেতা-কর্মীকে এই হাইব্রিড চক্র থেকে সতর্ক থাকতে হবে এবং জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাণী মনে রেখে, ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে দলের ঐক্য ও দেশের কল্যাণে কাজ করতে হবে।”
এ সময় ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিতে দলের সকল স্তরের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় সভাপতিত্ব করেন মোহাম্মদ ইফতেখারুল ইসলাম ডনি, চেয়ারম্যান, বিসমিল্লাহ ফাউন্ডেশন এবং রাজশাহী জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য। আরও উপস্থিত ছিলেন নওহাটা পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ মিজানুর রহমান মিলন এবং বিএনপি ও এর অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
সভা শেষে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য শেষ করা হয়।