রাজিব খান, ক্রাইম রিপোর্টার
আজ ২৪ মার্চ ২০২৫, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরে এক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পুলিশ পরিদর্শক (শহর ও যান) পদে পদোন্নতিপ্রাপ্ত সার্জেন্ট মো. মনিরুজ্জামানকে র্যাংক ব্যাজ পরিয়ে দেন আরএমপি’র সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ আবু সুফিয়ান।
অনুষ্ঠানে পুলিশ কমিশনার মনিরুজ্জামানকে উষ্ণ অভিনন্দন জানান এবং তাঁর পেশাগত জীবনের সর্বাঙ্গীণ সফলতা কামনা করেন। তিনি বলেন, "পদোন্নতি শুধু একজন কর্মকর্তার সাফল্যের স্বীকৃতিই নয়, বরং দায়িত্ব পালনের ক্ষেত্রে আরও বেশি নিষ্ঠা এবং দক্ষতার প্রমাণ দেওয়ার সুযোগ।"
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আরএমপি’র বিশেষ পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. নূর আলম সিদ্দিকী, এবং আরএমপি’র অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানের শেষে মনিরুজ্জামান তাঁর পদোন্নতির জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন এবং সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের অঙ্গীকার করেন।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম
সহ-সম্পাদকঃ আবুল কাশেম
বার্তা সম্পাদকঃ রাফসান জাহান
অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা)মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০।রেজিস্ট্রি অফিসঃ চৌকস ভবন,চরকালিগন্জ কেরানীগঞ্জ, ঢাকা -১৩১০
ফোনঃ ০২২২৬৬৩৯৮৪৭
মোবাইলঃ ০১৬০০-৭২২২২৯,০১৯২০-০০৩০৮১
ইমেইলঃchoukasinfo@gmail.com,dainikchoukos@gmail.com
Copyright © 2025 দৈনিক চৌকস. All rights reserved.