ক্রাইম রিপোর্টার: রাজীব খাঁন
রাজশাহী জেলার মোহনপুর উপজেলার ধোপাঘাটা বাজারে যুবদলের উদ্যোগে এক ভ্রাম্যমাণ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইফতার মাহফিলে রাজশাহী জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফায়সাল সরকার ডিকো, যুগ্ম আহ্বায়ক অরণ্য কুসুম ও সাদ্দাম, মোহনপুর উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আহসান হাবিব এবং যুবদল নেতা আবদুল্লাহ রতন উপস্থিত ছিলেন।
এছাড়া রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য সাজিম, যুবদল নেতা আকরামসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা এই অনুষ্ঠানে অংশ নেন। ইফতার মাহফিলে পথচারী রোজাদারদের জন্য ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানটি দলীয় নেতাকর্মীদের মিলনমেলায় রূপ নেয় এবং স্থানীয় এলাকাবাসীর মধ্যে ইতিবাচক প্রভাব ফেলে। যুবদলের এই উদ্যোগ স্থানীয় জনগণের কাছ থেকে প্রশংসা অর্জন করেছে।