মোঃ রমিজ লামা (বান্দরবান) প্রতিনিধি :
বান্দরবান পার্বত্য জেলার লামায় 'উপজেলা প্রশাসন' বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে উদযাপন করেছে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস'২৫। আজ বুধবার (২৬ মার্চ) সকালে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়।
সকাল ৮ টা ৩০ মিনিট থেকে লামা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈন উদ্দিন ও লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে অনুষ্ঠানের সূচনা করেন।
এর আগে ভোর সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা প্রশাসন, পুলিশ, আনসার ব্যাটালিয়ন, বিএনপি, জাতীয় পার্টিসহ বিভিন্ন সামাজিক সংগঠন স্মৃতিশোধে পুস্পস্তবক অর্পণ করে।
পরে পুলিশ, আনসার-ভিডিপি, স্কাউটস, গার্লস গাইড ও শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সংগঠনের অংশগ্রহণে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন অতিথিরা। উক্ত কুচকাওয়াজ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ, আইন শৃঙ্খলা বাহিনী, বিভিন্ন রাজনৈতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ সহ আরো অনেক লোকজন উপস্থিত ছিলেন।
পরিশেষে সকাল ১০ টা লামা উপজেলা পরিষদ হল রুমে মুক্তিযোদ্ধা পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম
সহ-সম্পাদকঃ আবুল কাশেম
বার্তা সম্পাদকঃ রাফসান জাহান
অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা)মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০।রেজিস্ট্রি অফিসঃ চৌকস ভবন,চরকালিগন্জ কেরানীগঞ্জ, ঢাকা -১৩১০
ফোনঃ ০২২২৬৬৩৯৮৪৭
মোবাইলঃ ০১৬০০-৭২২২২৯,০১৯২০-০০৩০৮১
ইমেইলঃchoukasinfo@gmail.com,dainikchoukos@gmail.com
Copyright © 2025 দৈনিক চৌকস. All rights reserved.