হেলাল শেখঃ স্বাধীনতা দিবস উপলক্ষে আজ, ২৫ মার্চ, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ঢাকার সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।
ভোরে অনুষ্ঠিত এই শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে প্রথমে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। তার পরেই, রাষ্ট্রপতি স্মৃতিসৌধ থেকে বের হয়ে যাওয়ার পর, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস উপদেষ্টাদের নিয়ে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।
এই সময়ে উপস্থিত ছিলেন সরকারের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। শ্রদ্ধা নিবেদনের পর, সকলেই একে অপরকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানান এবং মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করেন।
এদিকে, জাতীয় স্মৃতিসৌধের এই অনুষ্ঠানের মাধ্যমে দেশের স্বাধীনতার ইতিহাস এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে জাতি একত্রিত হয়েছে, এবং এদিনের কার্যক্রম দেশের জন্য একটি শক্তিশালী ঐক্য ও দেশপ্রেমের বার্তা হিসেবে প্রতিফলিত হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম
সহ-সম্পাদকঃ আবুল কাশেম
বার্তা সম্পাদকঃ রাফসান জাহান
অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা)মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০।রেজিস্ট্রি অফিসঃ চৌকস ভবন,চরকালিগন্জ কেরানীগঞ্জ, ঢাকা -১৩১০
ফোনঃ ০২২২৬৬৩৯৮৪৭
মোবাইলঃ ০১৬০০-৭২২২২৯,০১৯২০-০০৩০৮১
ইমেইলঃchoukasinfo@gmail.com,dainikchoukos@gmail.com
Copyright © 2025 দৈনিক চৌকস. All rights reserved.