মো আলমগীর মোল্লা
গাজীপুরের কালীগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে পবিত্র রমজানুল মোবারকের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে কালীগঞ্জ পুরাতন সোনালী ব্যাংকের মোড় সংলগ্ন প্রেসক্লাব প্রাঙ্গণে কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. মোখলেছুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা ও ইফতার মাহফিলে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আল-আমিন দেওয়ানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূরী তাসমিন ঊর্মি, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আলাউদ্দিন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপজেলা প্রকৌশলী রেজাউল হক, উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডা. মাহমুদুল হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আবুল কালাম আজাদ, উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. ইসমাঈল ভূইয়া, উপজেলা সমাজসেবা অফিসার আফরোজা বেগম, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার উম্মে নোমান চৌধুরী, উপজেলা ভেটেরিনারী অফিসার ডা. মামুন মিয়া, কালীগঞ্জ থানা ওসি (তদন্ত) আশরাফুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশলী এম. এ আকাশ, উপজেলা শিক্ষা প্রকৌশলী সাইফুল ইসলাম শাকিল, উপজেলা তথ্যসেবা অফিসার সোহা তামান্না, উপজেলা কৃষি উন্নয়ন কর্পোরেশন অফিসার বহিৃ শিখা রায়, মেসার্স মইনুল ট্রেডার্স এর স্বত্তাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী মইনুল হাসান, কালীগঞ্জ থানার উপপরিদর্শক মাসুদ রানা শামীম, কালীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আশরাফুল হক শিশির, কালীগঞ্জ রিপোর্টার্স ইউনিটি ভারপ্রাপ্ত সভাপতি শাহ নেওয়াজ মোঃ আলমগীর মোল্লা সহ প্রেসক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
পরিশেষে ইফতারের পূর্বে সুখী সমৃদ্ধি দেশ গড়ার লক্ষ্যে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ ও সকলের সুস্থতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।