মোঃ আনিছ মাল স্টাফ রিপোর্টার
ভালুকায় হবিরবাড়ি ইউনিয়নে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য ও ময়মনসিংহ দক্ষিন জেলা বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক ফখর উদ্দিন আহম্মেদ বাচ্চু বলেন, বিগত আওয়ামীলীগ সরকারের আমলে যারা ওই সরকারের সাথে আতাত করে বনভূমি দখল করে শত-শত কোটি টাকার মালিক হয়েছে ।
এখনো তারা হাজার হাজার একর বনভূমি মিল কারখানার নামে দখল করিয়ে ভালুকার হবিরবাড়ীর ১০/১২ হাজার গরীব ও অসহায় মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রাণী করে আসছে তারা কোন সময় বিএনপির আর্দশের রাজনীতি করতে পারে না. বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতা কর্মীরা তাদের ক্ষমা করবে না বলে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য ও ময়মনসিংহ দক্ষিন জেলা বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক ফখর উদ্দিন আহম্মেদ বাচ্চু।
তিনি রবিবার সন্ধায় হবিরবাড়ীর সোনার বাংলা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার শান্তি ও বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ভালুকায় আলোচনা সভা. বিশেষ দোয়া, ও ইফতার মাহফিলের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ।
ওই সময় তিনি আরো বলেন বিগত আওয়ামীলীগ সরকার আমলে বিএনপির নেতা কর্মীরা যখন মামলা- হামলা জেল জুলুম সহ্য করে রাজ পথে রয়েছে । আর ওই নামধারী বিএনপি নেতারা অওয়ামীলীগের নেতাদের পকেট ভরে নিজেকের আখের গোচিয়েছে তাদের দলীয় ভাবে মোকাবেলা করার জন্য ত্যাগী নেতা কর্মীরা প্রস্তুত রয়েছে ।
অনুষ্ঠানে হবিরবাড়ী ইউনিয়ন ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি সিরাজ উদ্দিন এর সভাপতিত্বে, হবিরবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিনুল হক খান বাসান এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক গোলজার হোসেনে, এডভোকেট উসমান গণি মাখন. সাখাওয়াত হোসেন পাঠান সাবেক সহ-সভাপতি আনোয়ার উদ্দীন আহমেদ ইউনিয়ন বিএনপি নেতা রফিকুল ইসলাম,উপজেলা যুবদল নেতা তাজমুল ইসলাম, মতিউর রহমান মিলটন, মোঃ মাসুদ, সালা উদ্দিন। উপজেলা সেচ্ছাসেবক দল নেতা বকুল ও মাসুদ , উপজেলা কৃষকদল নেতা তারিকুল ইসলাম তারু . মাসুদ, বুলবুল ইসলাম ,শফিকুল ইসলাম, শ্রমিক দল নেতা শাহাদৎ. বানিছ ,তাজুদ্দিন সফিকুল
পৌর ছাত্রদল নেতা মিয়াদ খান উপজেলা ছাত্রদল নেতা ,রিয়াদ পাঠান ও কায়েসসহ ভালুকা উপজেলা পৌর ও ইউনিয়ন বিএনপি ও তার অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
আলোচনা সভা শেষে বিশেষ মোনাজাত ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে বিএনপির হাজার হাজার নেতা-কর্মীরা অংশ নেয়।