জুয়েল রানা, শ্রীপুর প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুর উপজেলার টেপিরবাড়ি দেওচালা আনসার ভিডিপি ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। ক্লাবের সকল সদস্যের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে পাঁচ (৫) বছর মেয়াদি এ কমিটি ঘোষণা করা হয়।
গঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন এডভোকেট মোহাম্মদ কবির হোসাইন (পিতা: মো: আব্দুস ছালাম)। সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো: ফজলুল হক (পিতা: মো: সাহাবউদ্দিন)।
সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এসবএম আকাশ আহাম্মেদ রুবেল (পিতা: মো: সাহাবউদ্দিন)। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো: রুকুনুজ্জামান রিফাত (পিতা: মো: এম এ মান্নান)।
সাংগঠনিক সম্পাদক হয়েছেন মো: নুরুজ্জামান মনির (পিতা: মো: তাহাজউদ্দিন)।
এছাড়া, কমিটির কমান্ডার পদে দায়িত্ব পেয়েছেন মো: ফালান মিয়া (পিতা: মৃত হাছেন আলী)।
১৩ সদস্যবিশিষ্ট এই কমিটি আগামী পাঁচ বছর ক্লাবের বিভিন্ন কার্যক্রম পরিচালনা করবে। নবনির্বাচিত কমিটির নেতারা আনসার ভিডিপি ক্লাবের উন্নয়ন ও সমাজসেবায় কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম
সহ-সম্পাদকঃ আবুল কাশেম
বার্তা সম্পাদকঃ রাফসান জাহান
অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা)মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০।রেজিস্ট্রি অফিসঃ চৌকস ভবন,চরকালিগন্জ কেরানীগঞ্জ, ঢাকা -১৩১০
ফোনঃ ০২২২৬৬৩৯৮৪৭
মোবাইলঃ ০১৬০০-৭২২২২৯,০১৯২০-০০৩০৮১
ইমেইলঃchoukasinfo@gmail.com,dainikchoukos@gmail.com
Copyright © 2025 দৈনিক চৌকস. All rights reserved.