হেলাল শেখঃ ঢাকার সাভারে বুধবার (২৬ মার্চ২০২৫ইং) মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে লাল পতাকা হাতে জাতীয় স্মৃতিসৌধে আওয়ামী লীগের ঝটিকা স্লোগান দেয়া হয়, এ সময় স্মৃতিসৌধ এলাকা থেকে উসকানিমূলক স্লোগান দেওয়ার অভিযোগে ৩জনকে আটক করেছে পুলিশ।
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় স্মৃতিসৌধ থেকে তাদের তিনজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের মহাসচিব সিরাজগঞ্জের কাজীপুর থানাধীন কাজীপুর এলাকার মৃত গাজী আহাম্মদ হোসেন চাকলাদারের ছেলে সেলিম রেজা (৪৭), মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ভোলা সদর উপজেলার মৌটুপি এলাকার মৃত ইছাহাক জমাদ্দারের ছেলে শহিদুল ইসলাম (৫০) ও আশুলিয়ার দক্ষিণ গাজীরচট শেরআলী মার্কেট এলাকার মৃত আব্দুল জব্বারের ছেলে সোহেল পারভেজ (৪১)।
জানা গেছে, বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় স্মৃতিসৌধের শহিদ বেদিতে শ্রদ্ধা জানানো শেষে ফিরে যাওয়ার পথে ৫০ জনের মতো লোক লাল পতাকা হাতে আওয়ামী লীগের বিভিন্ন শ্লোগান দিতে থাকেন, পরে উপস্থিত জনতা তাদের ধাওয়া দিয়ে কয়েক জনকে মারধর করে। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে আওয়ামী লীগ সন্দেহে তিনজনকে আটক করে।
ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহিনুর কবির বলেন, আনুমানিক ১১টার দিকে ৫/৬ জন জাতীয় স্মৃতি সৌধে উসকানিমূলক স্লোগান দিয়ে মহান স্বাধীনতা দিবসে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছিলো। এ সময় তাদের আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। তারা সবাই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে তিনি জানান।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম
সহ-সম্পাদকঃ আবুল কাশেম
বার্তা সম্পাদকঃ রাফসান জাহান
অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা)মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০।রেজিস্ট্রি অফিসঃ চৌকস ভবন,চরকালিগন্জ কেরানীগঞ্জ, ঢাকা -১৩১০
ফোনঃ ০২২২৬৬৩৯৮৪৭
মোবাইলঃ ০১৬০০-৭২২২২৯,০১৯২০-০০৩০৮১
ইমেইলঃchoukasinfo@gmail.com,dainikchoukos@gmail.com
Copyright © 2025 দৈনিক চৌকস. All rights reserved.