মোঃ শুকুর গাজী খুলনা প্রতিনিধি
খুলনা মেট্রোপলিটন পুলিশের মাননীয় পুলিশ কমিশনার মোঃ জুলফিকার আলি হায়দার বলেন, পবিত্র ঈদুল ফিতর উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে উদযাপনের লক্ষে আইন-শৃঙ্খলা সমুন্নত রাখতে অস্ত্রধারী সন্ত্রাসী, কিশোর গ্যাং, স্বর্ণ চোরাচালানকারী, মাদক ব্যবসায়ী, হত্যাকান্ডে জড়িত ও কুখ্যাত আসামীদের গ্রেফতারের জন্য সাঁড়াশী অভিযান চালাচ্ছে। ঈদকে সামনে রেখে অস্ত্রধারী সন্ত্রাসী এবং চাঁদাবাজরা যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেজন্য পুলিশি তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। এরই ধারাবাহিকতায় সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ গত ২৯ মার্চ শনিবার রাত ১:১৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, নগরীর বানরগাতি আরামবাগ এলাকায় একটি নির্মানাধীন একতলা একটি ভবনে অস্ত্রধারী সন্ত্রাসীরা নগরীতে সন্ত্রাসী কর্মকান্ড ঘটানোর জন্য অবস্থান করছে। তৎপ্রেক্ষিতে সোনাডাঙ্গা থানা পুলিশ এবং নৌ বাহিনীর সহযোগে উক্ত বাড়িটি ঘেরাও করে অভিযান পরিচালনা করে।
সন্ত্রাসীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে ভবনের ছাদ থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় পুলিশ নিজেদের জানমাল রক্ষায়