ক্রাইম রিপোর্টার: রাজীব খাঁন
রাজশাহীর মোহনপুর উপজেলায় তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা বিনিময় করেছেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক রায়হানুল আলম রায়হান। বুধবার (২ এপ্রিল) বিকেলে উপজেলার জাহানাবাদ ইউনিয়নের কুটিবাড়ি বাজারে এসে তিনি নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সকলের সঙ্গে ঈদের শুভেচ্ছা আদান-প্রদান করেন।
শুভেচ্ছা বিনিময়ের সময় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন মোহনপুর উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আহসান হাবীব ও নয়ন শাহ্, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আলম সরদার, মোহনপুর উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক ওয়াসিম হোসেন, রায়ঘাটি ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক নাজমুল হুদা, জাহানাবাদ ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এহসান আলী, বিএনপি নেতা মতিউর রহমান, শহিদুল, বাকশিমইল ইউনিয়ন বিএনপির নেতা সুফিয়ান, শামিম, মুরাদ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাইনুল ইসলাম হিরো, জাতীয়তাবাদী প্রজন্ম ৭১ দলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম মিঠু ও মাসুম রানা, যুবদল নেতা সোহরাফ এবং ছাত্রদল নেতা ফিরোজসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এ সময় বাজারের দোকানদার ও পথচারীদের সঙ্গেও শুভেচ্ছা বিনিময় করেন রায়হানুল আলম। পরে সন্ধ্যায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় ও মতবিনিময় সভায় অংশ নেন। সেখানে তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান।