এম.এম কামাল।। নারায়ণগঞ্জের ফতুল্লায় বাগবিতণ্ডার জেরে পাভেল (৩৯) নামে এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। নিহত পাভেল ফতুল্লার কাশিপুর মধ্যপাড়ার হাসমত উল্লাহর ছেলে।
সোমবার (৩১ মার্চ) ভোরে ফতুল্লার পঞ্চবটি-মুক্তারপুর রোডের কাশিপুর এলাকার লায়ন চক্ষু হাসপাতালের পাশে এ ঘটনা ঘটে। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৩টার দিকে তিনি মারা যান।
স্থানীয়রা জানান, রোববার (৩০ মার্চ) সন্ধ্যায় ইফতারের পর চুল কাটানোর জন্য বের হন পাভেল।
রাত ১০টার দিকে পাভেলের বড় ভাই রুবেলের মোবাইলে একটি কল আসে। কিন্তু কেউ কথা না বলে কেটে দেন। পরদিন ভোর ৬টার দিকে ভিকটিমের খালাতো ভাই মো. রিফাত ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে যাচ্ছিলেন। এ সময় ভিকটিমকে গুলিবিদ্ধ অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখেন তিনি। পরে তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানে তিনি মারা যান।
ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা জানা যায়নি। তারা পূর্বপরিচিত।