মোঃ আল আমিন আশুলিয়া।
ঢাকা: রাজধানীর ধামরাই উপজেলার সুতিপাড়া এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৩ এপ্রিল) ভোর ৪টা ৪০ মিনিটের দিকে ঢাকা-আরিচা মহাসড়কে এসবি ডিলাক্স নামে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে মির্জা আব্দুল মুহিদ বেগ (৭০) নামে একজন নিহত হন এবং আহত হন অন্তত ছয়জন যাত্রী।
নিহত মির্জা আব্দুল মুহিদ বেগ কুষ্টিয়ার মিরপুর থানার মৃত আজিজ উদ্দিন বেগের ছেলে। আহতদের উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার বিবরণ
ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার সোহেল রানা জানান, কুষ্টিয়া থেকে ছেড়ে আসা এসবি ডিলাক্স পরিবহনের একটি বাস ঢাকা-আরিচা মহাসড়কের সুতিপাড়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। বাসটি রাস্তার পাশে খাদে পড়ে গেলে এই হতাহতের ঘটনা ঘটে।
খবর পেয়ে ধামরাই ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। তারা নিহতের মরদেহ উদ্ধার করে এবং আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালে পাঠায়।
পুলিশের বক্তব্য
গোলড়া হাইওয়ে থানার ওসি জানান, নিহতের মরদেহ থানায় রাখা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এছাড়া দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের অভিমত
প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি দ্রুতগতিতে চলছিল এবং চালক হয়তো ঘুমিয়ে পড়েছিলেন অথবা গাড়ির ব্রেক ফেল করেছিল। তারা আরও জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজ শুরু করেন এবং ফায়ার সার্ভিস ও পুলিশের সহায়তায় আহতদের হাসপাতালে পাঠানো হয়।
সড়ক দুর্ঘটনা রোধে আহ্বান
সড়ক দুর্ঘটনা রোধে বাস চালকদের আরও সতর্কতা অবলম্বন করা প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এছাড়া, মহাসড়কে নিয়মিত যানবাহনের ফিটনেস পরীক্ষা করা এবং চালকদের পর্যাপ্ত বিশ্রামের ব্যবস্থা করাও জরুরি বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা।
নিউজটি লিখে দিলাম। যদি কিছু পরিবর্তন করতে চাও বা অতিরিক্ত তথ্য যোগ করতে বলো, জানিও!