শাকিল হোসেন গাজীপুর কালিয়াকৈর প্রতিনিধিঃ
ঈদুল ফিতর উদযাপন শেষে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন হাজারো নগরবাসী। বিশেষ করে গাজীপুরের কালিয়াকৈর চন্দ্রা ও চান্দনা চৌরাস্তা হয়ে ঢাকায় প্রবেশ করছেন সকল কর্মচারী ও কর্মকর্তা বৃন্দ ।
শুক্রবার (৪ এপ্রিল) ভোর থেকে দূরপাল্লার বাসগুলো চন্দ্রা এলাকায় থামতে শুরু করেছে, আর উত্তরবঙ্গের বিভিন্ন এলাকা থেকে যাত্রী নিয়ে আসা বাসগুলো একে একে ঢাকায় প্রবেশ করছে।
ঈদের আনন্দ শেষে রাজধানীতে নিজ নিজ কাজে ফিরতে শুরুর এই সময়টিতে, বিশেষ করে গাজীপুরের মতো বিভিন্ন জায়গায় আগে থেকেই ফিরতে শুরু করেছেন অনেক যাত্রী।
তারা জানান, ঈদ শেষে ফিরতে পারছেন বেশ স্বস্তির সঙ্গে। যাত্রীরা বলেন, এবারের ঈদ ছিল আরামদায়ক এবং তারা ভোগান্তি ছাড়াই ঢাকায় ফিরছেন।
উত্তরবঙ্গের বিভিন্ন অঞ্চল থেকে আসা বাসগুলো শুক্রবার দুপুরের পর ধীরে ধীরে গাজীপুরের চন্দ্রা হয়ে ঢাকায় প্রবেশ করতে থাকে। রংপুরের বাসিন্দা সিয়াম জানান, “এবার ঈদে বাড়ি যাওয়ার পর আর কোনো যানজটের মুখোমুখি হতে হয়েছে কিছুটা। আগেভাগেই ফিরছি, যাতে আর কোনো সমস্যা না হয়। কাল থেকে আবার কাজে ফিরতে হবে।”
এদিকে, যাত্রীদের সহজ যাতায়াতের জন্য প্রশাসন ও পরিবহন কর্তৃপক্ষ নানা ব্যবস্থা নিয়েছে। টাঙ্গাইল, পাবনা এবং অন্যান্য উত্তরবঙ্গের এলাকা থেকেও যাত্রীরা নিজ নিজ গন্তব্যে পৌঁছাচ্ছেন। ঈদ শেষে স্বস্তির অনুভূতি প্রকাশ করে তারা জানান।