মনিরুল ইসলাম, বটিয়াঘাটা প্রতিনিধিঃ
খুলনায় পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুকে গ্রেপ্তারে যৌথবাহিনী বৃহস্পতিার ভোরে অভিযান চালিয়েছে। নগরীর শামসুর রহমান রোড এলাকায় ভোর ৪টা থেকে সকাল ৮টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে গ্রেনেড বাবু ও তার সহযোগী সোহাগের বাড়ি ঘিরে রাখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
অভিযানকালে গ্রেনেড বাবু ও সোহাগের ঘর থেকে একটি ৯ এমএম পিস্তল, চার রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন, একটি চাপাতি, মাদক বিক্রির ৩৮ লাখ টাকা এবং পাঁচটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এছাড়াও ঘটনাস্থল থেকে গ্রেনেড বাবুর পিতা জুনায়েদ চৌধুরী (৭০), ভাই রাব্বি চৌধুরী (২১), সুমন (২৭) এবং ম্যানেজারের মা মোঃ আরাফাতকে আটক করা হয়েছে।
খুলনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন হোসেন মাসুম জানান, গ্রেনেড বাবু দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র, মাদক এবং সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে জড়িত ছিল। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ওসি।