শাকিল হোসেন গাজীপুর কালিয়াকৈর প্রতিনিধিঃ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর ইউনিয়নের শিলাবৃষ্টি তৈলের পাম্প সংলগ্ন এলাকায় মোটরসাইকেলে সড়ক দুর্ঘটনাটি ঘটে। মেয়ে ও বাবা মোটরসাইকেলে থাকা মেয়ে নিহত বাবা আহত হয় তাকে নিকটস্থ হসপিটালে পাঠানো হয়।
আজ শুক্রবার ৪ এপ্রিল সন্ধ্যা ৭টা কালিয়াকৈর সুত্রাপুর ইউনিয়নের শিলা বৃষ্টি পাম্প সংলগ্ন ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখামুখি সংঘর্ষ ঘটে।
সরেজমিনে জানা গেছে, ঢাকা যাওযার জন্য মেয়ে ও বাবা সকালে টাঙ্গাইলের মধুপুর থেকে আসা মোটর সাইকেল করে বাবা ও কন্যা মোটরসাইকেলে করে ঢাকার উদ্দেশে রওনা দেন। মাঝপথে যখন কালিয়াকৈরের সূত্রাপুর শিলা বৃষ্টি তৈলের পাম্প এলাকায় আসলে ১ টি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ১৫ বছরের মেয়েটি নিহত হন, বাবা গুরুতর আহত হন তাকে হসপিটালে পাঠানো হয়।
পরে আশে পাশের লোকজন আহত বাবাকে উদ্ধার করে নিকটস্থ হসপিটালে নিয়ে যান। নিহত মেয়েটির মরদেহ হাইওয়ে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।
কালিয়াকৈর থানার ওসি (তদন্ত) জুবায়ের আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। হাইওয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে। তাৎক্ষণিকভাবে নিহত মেয়ের পরিচয় নিশ্চিত করা এখনো পওয়া যায়নি।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম
সহ-সম্পাদকঃ আবুল কাশেম
বার্তা সম্পাদকঃ রাফসান জাহান
অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা)মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০।রেজিস্ট্রি অফিসঃ চৌকস ভবন,চরকালিগন্জ কেরানীগঞ্জ, ঢাকা -১৩১০
ফোনঃ ০২২২৬৬৩৯৮৪৭
মোবাইলঃ ০১৬০০-৭২২২২৯,০১৯২০-০০৩০৮১
ইমেইলঃchoukasinfo@gmail.com,dainikchoukos@gmail.com
Copyright © 2025 দৈনিক চৌকস. All rights reserved.