পোরশা নওগাঁ থেকে মোঃ কামরুজ্জামান সরকার বাবুঃ- নওগাঁ জেলার পোরশা উপজেলার তিনটি ইউনিয়নে ঈদের ছুটিতে থেমে নেই তাদের স্বাস্থ্য সেবার কার্যক্রম। যখন পুরো দেশ ঈদুল ফিতরের ছুটি উপভোগ করছিলো তখন স্বাস্থ্য সেবীরা মাঠে তৃণমূল পর্যায়ের মানুষদের সেবা দিতে অতন্দ্র প্রহরী হিসেবে উপস্থিত থেকে সরাসরি দায়িত্ব পালন করছিলো। এককথায় মানুষ মানুষের জন্য এ-ই শ্লোগান নিয়ে অসহায় গরীব মানুষের জন্য তারা নিরলসভাবে কাজ করছিল। তিন ইউনিয়নের সেবা গ্রহিতাদের সঙ্গে কথা হলে তারা জানান আমরা এরকম মহৎ সেবা পাওয়ার পিছনে একমাত্র অভিভাবক হিসেবে ধন্যবাদ জানাই মাননীয় ডিজি মহোদয় কে। আরও ধন্যবাদ জানাই নওগাঁ জেলার উপপরিচালক সহকারী পরিচালক স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় এবং পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার এম সি এইচ এফ পি সহ মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্যসেবা কর্মবৃন্দ কে। এ ব্যাপারে স্থানীয় পরিবার পরিকল্পনা কর্মকর্তা মহোদয় এ-র সঙ্গে কথা হলে তিনি জানান পরিবার পরিকল্পনা কার্যক্রম সুন্দর সন্তোষজনক ভাবে চলমান মা-ও শিশু স্বাস্থ্য সেবা দিতে আমরা অতন্দ্র প্রহরী আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় এ-র সঙ্গে সমন্বয় করে কাজ করি। আমার স্বাস্থ্য কমপ্লেক্স এর প্রধান তো তার বাইরে না।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম
সহ-সম্পাদকঃ আবুল কাশেম
বার্তা সম্পাদকঃ রাফসান জাহান
অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা)মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০।রেজিস্ট্রি অফিসঃ চৌকস ভবন,চরকালিগন্জ কেরানীগঞ্জ, ঢাকা -১৩১০
ফোনঃ ০২২২৬৬৩৯৮৪৭
মোবাইলঃ ০১৬০০-৭২২২২৯,০১৯২০-০০৩০৮১
ইমেইলঃchoukasinfo@gmail.com,dainikchoukos@gmail.com
Copyright © 2025 দৈনিক চৌকস. All rights reserved.