আব্দুল্লাহ সরদার স্টাফ রিপোর্টার:
বাগেরহাটের ফকিরহাটে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ফকিরহাট পশ্চিম থানা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হলো এক আবেগঘন ঈদ পুনর্মিলনী। শনিবার (৫ এপ্রিল) সকাল ১০টায় উপজেলার কাটাখালী বাসমতী রেস্টুরেন্টে এই অনুষ্ঠান শুরু হয়।
এতে ইসলামী ছাত্রশিবির ফকিরহাট পশ্চিম থানা শাখার সেক্রেটারি হাফেজ ইউনুসের সঞ্চালনায় ও সভাপতি হাফেজ ওমর ফারুকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামী ছাত্রশিবির বাগেরহাট জেলা শাখার সভাপতি হাফেজ মোরশেদ আলম।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক জেলা সভাপতি শেখ জাহাঙ্গীর হোসেন, সাবেক থানা সভাপতি সুমন শেখ, সাইফুল ইসলাম, সেলিম মোড়ল, রবিউল ইসলাম, আসাবুর রহমান, আব্দুল্লাহ আল মামুন, দেলাওয়ার খান লাবিব।
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ইকবাল হুসাইন, আল আমিন, জাহিদ হাসান ত্বহা, আজিমুল ইসলাম, ওহিদুল ইসলাম, আবু আইউব আনছারি, আবু বকর সিদ্দিক প্রমুখ।
এ মিলনমেলায় অংশগ্রহণ করেন প্রাই শতাধিক সাবেক ও বর্তমান দায়িত্বশীল বৃন্দ। ঈদের আনন্দ ও সংগঠনের বন্ধনে এক মহামিলনীর আবহে অনুষ্ঠানের পর্দা নামে।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম
সহ-সম্পাদকঃ আবুল কাশেম
বার্তা সম্পাদকঃ রাফসান জাহান
অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা)মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০।রেজিস্ট্রি অফিসঃ চৌকস ভবন,চরকালিগন্জ কেরানীগঞ্জ, ঢাকা -১৩১০
ফোনঃ ০২২২৬৬৩৯৮৪৭
মোবাইলঃ ০১৬০০-৭২২২২৯,০১৯২০-০০৩০৮১
ইমেইলঃchoukasinfo@gmail.com,dainikchoukos@gmail.com
Copyright © 2025 দৈনিক চৌকস. All rights reserved.