মো: কামরুজ্জামান মোল্লা ,বিশেষ প্রতিনিধ ,শেরপুর
শেরপুর সদর থানাধীন মধ্য বয়ড়া মোল্লা বাড়ির সামনে পাকা রাস্তার উপর ০৩/০৪/২৫ ইং তারিখে রোজ বৃহস্পতিবার আনুমানিক রাত্রি ৯.৩০ ঘটিকায়
সময় মোছা : দেলোয়ারা বেগম (৫৭) ,স্বামী - মো : আক্তার আলীকে , মো: আফজল মিয়া (১৯) পিতা -মো: ইদ্রিস মিয়া , গ্রাম : মধ্য বয়ডা মোল্লা বাড়ি , থানা+ জেলা : শেরপুর , তাহার হাতে থাকা ধারালো দা দ্বারা হত্যার উদ্দেশ্যে মোছা : দেলোয়ারা বেগমকে মাথার উপর স্বজোরে কোপ মারিয়া গুরুত্বর কাটা রক্তাক্ত জখম করে। ঐ অবস্থায় মো : হুমায়ূন মিয়া,(২০), পিতা মো: আজিজ মিয়া , মো: সাব্বির মিয়া (২১) পিতা মো: আশরাফুল এবং মো: খোরশেদ আলী , পিতা মো: দুরগত আলী , সর্ব গ্রাম - মধ্য বয়ডা মোল্লা বাড়ি ,থানা : শেরপুর সদর, জেলা : শেরপুর আরো অজ্ঞাতনামা ২/৩ জন পূর্ব শত্রুতার সূত্রপাত ধরে পূর্ব হইতে উৎপাতিয়া থাকিয়া পূর্ব পরিকল্পিত ভাবে উপরোক্ত অভিযুক্ত কারীগস সহ তাদের হাতে থাকা দেশিয় দা , লাঠি , লোহার রড় ইত্যাদিতে সজ্জিত হইয়া সমপূর্ণ বেআইনী জনতাবদ্ধে একই উদ্দেশ্যে অতর্কিত ভাবে ৩/৪ টি মটর সাইকেল যোগে ১। মোছা : দেলোয়ার বেগম (৫৭) ,স্বামী মো : আক্তার আলী ,২।মো : জামিল (৩৬) পিতা মো: সজি মিয়া ,৩। মো: আল আমিন (২৩) পিতা মো: আক্তার আলী মধ্য বয়ডা সর্ব থানা - শেরপুর সদর, জেলা : শেরপুর গতিরোধ করে আমাদেরকে ঘেরাও করিয়া অকথ্য ভাষায় গালি গালাজ করতে থাকে। তখন মোছা : দেলোয়ারা বেগম অভিযুক্ত কারীগনের গাল মন্দের প্রতিবাদ করিলে অপরাপর অভিযুক্ত কারীগন তাহাদের হাতে থাকা দা , লাঠি , লোহার রড় ইত্যাদি দ্বারা আমাদেরকে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে এবং বাইরাইয়া আমাদের শরীরের বিভিন্ন স্থানে ফুলা ও বেদনা যুক্ত যখম করে। এক পর্যায়ে মো : হুমায়ূন মিয়া(২০) ,পিতা- মো : আজিজ মিয়া ,মোছা : দেলোয়ার বেগম (৫৭) এর গলা থেকে একটি ৪ ভরির ওজনের রুপার মালা যাহার আনুমানিক ১০,০০০/ টাকা টান মারিয়া ছিরিয়া নিয়ে নেয়।ইতিমধ্যে আহতদের ডাক চিৎকার শুনে আশেপাশের লোকজন ঘটনা স্থলে উপস্থিত হইয়া অভিযুক্ত কারীগনের কবল হইতে আমাদেরকে উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে ভর্তি করে। বর্তমানে দেলোয়ার বেগম গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাদিন আছে। অভিযোগ কারী উক্ত গঠনার সঠিক তদন্ত সাপেক্ষে অভিযুক্ত কারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ করতে সদর থানার উপপরিদর্শক মিনহাজ উদ্দিনকে আজ সন্ধায় ০৫/০৪/২৫ইং শনিবার দায়িত্ব দিয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম
সহ-সম্পাদকঃ আবুল কাশেম
বার্তা সম্পাদকঃ রাফসান জাহান
অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা)মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০।রেজিস্ট্রি অফিসঃ চৌকস ভবন,চরকালিগন্জ কেরানীগঞ্জ, ঢাকা -১৩১০
ফোনঃ ০২২২৬৬৩৯৮৪৭
মোবাইলঃ ০১৬০০-৭২২২২৯,০১৯২০-০০৩০৮১
ইমেইলঃchoukasinfo@gmail.com,dainikchoukos@gmail.com
Copyright © 2025 দৈনিক চৌকস. All rights reserved.