ক্রাইম রিপোর্টার: রাজিব খান
‘তারুণ্যের অংশগ্রহণ, খেলাধুলার মনোন্নয়ন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর মোহনপুর উপজেলায় পালিত হয়েছে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস ২০২৫। দিবসটি উপলক্ষে রোববার (৬ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে উপজেলা হলরুমে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আয়েশা সিদ্দিকার সভাপতিত্বে এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সঈদ আলী রেজার সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা কৃষি কর্মকর্তা কামরুল ইসলাম, উপজেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী তারিকুল ইসলাম, উপজেলা এলজিইডি প্রকৌশলী নুরুন্নাহারসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা। এছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলমসহ আরও অনেকে অনুষ্ঠানে অংশ নেন।
আলোচনা সভা শেষে তরুণ ক্রীড়াবিদদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এর আগে, জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে এক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন অতিথিরা।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম
সহ-সম্পাদকঃ আবুল কাশেম
বার্তা সম্পাদকঃ রাফসান জাহান
অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা)মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০।রেজিস্ট্রি অফিসঃ চৌকস ভবন,চরকালিগন্জ কেরানীগঞ্জ, ঢাকা -১৩১০
ফোনঃ ০২২২৬৬৩৯৮৪৭
মোবাইলঃ ০১৬০০-৭২২২২৯,০১৯২০-০০৩০৮১
ইমেইলঃchoukasinfo@gmail.com,dainikchoukos@gmail.com
Copyright © 2025 দৈনিক চৌকস. All rights reserved.