পোরশা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর পোরশায় এক কেজি গাঁজাসহ আলমগীর কবির (৩৩) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। আটক আলমগীর উপজেলার চনারায়ন গ্রামের মাইজুদ্দিনের ছেলে।
পোরশা থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ জেলা পুলিশ সুপারের নির্দেশনায় এবং পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর সিদ্দিকের নেতৃত্বে রোববার দুপুর আড়াইটার দিকে নওগাঁ-পোরশা আঞ্চলিক মহাসড়কের শিশা বাজার এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। এসময় জরুরি ডিউটি চলাকালে এসআই (নিঃ) শিপন মিয়া, এএসআই (নিঃ) মো. সাহাজুল ইসলাম ও সঙ্গীয় ফোর্সসহ একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-১৪-০৬৯৬), যা ঢাকা থেকে ছেড়ে আসে, তল্লাশি করে এক কেজি গাঁজাসহ আলমগীরকে আটক করা হয়।
এ ঘটনায় পোরশা থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক আলমগীরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে বলে জানিয়েছেন ওসি আবু বকর সিদ্দিক।