জয়পুরহাট প্রতিনিধি :
ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের উপর বিশ্ব সন্ত্রাসী ইসরায়েল বাহিনীর বর্বরোচিত হামলা ও পারমাণবিক বোমা ব্যবহারের প্রতিবাদে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৬ এপ্রিল) সন্ধ্যায় ক্ষেতলাল উপজেলার মামুদপুর ইউনিয়নের চৌমুহনী বাজারে মুসলিম জনতার আয়োজনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা, জয়পুরহাট - ২ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী মো: আব্বাস আলী,ঢাকা কলেজের ছাত্রসমন্নয়ক রয়েল মন্ডল,ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা, রায়হান আলী,ক্ষেতলাল উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ফখরুজ্জামান চৌধুরী রুমি, , ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক বায়েজিদ মাহমুদ, চৌমুহনী বাজার দুই মসজিদের ইমাম, মোয়াজ্জিনসহ স্থানীয় মুসলিম জনতারা উপস্থিত ছিলেন।
উপস্থিতি বক্তব্যে আব্বাস আলী বলেন, ফিলিস্তিনের মুসলমানদের উপর দীর্ঘদিন ধরে বিশ্ব বেহায়া ইসরাইল বাহিনীর সদস্যরা অত্যাচার অবিচার করে আসছিল তারই ধারাবাহিকতায় আজকে ইসরায়েল ফিলিস্তিনকে পৃথিবীর বুক থেকে মুছে ফেলার জন্যই পারমাণবিক বোমা নিক্ষেপ করেছে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি সেই সাথে বিশ্বের সকল মুসলমান ও বিশ্ব নেতাদের ঐক্যের ডাক দেওয়ার আহবান জানাচ্ছি। এই হামলা দ্রুত বন্ধ না করলে বিশ্বের মানচিত্র থেকে ইসরাইলকে মুছে ফেলা হবে ।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম
সহ-সম্পাদকঃ আবুল কাশেম
বার্তা সম্পাদকঃ রাফসান জাহান
অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা)মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০।রেজিস্ট্রি অফিসঃ চৌকস ভবন,চরকালিগন্জ কেরানীগঞ্জ, ঢাকা -১৩১০
ফোনঃ ০২২২৬৬৩৯৮৪৭
মোবাইলঃ ০১৬০০-৭২২২২৯,০১৯২০-০০৩০৮১
ইমেইলঃchoukasinfo@gmail.com,dainikchoukos@gmail.com
Copyright © 2025 দৈনিক চৌকস. All rights reserved.