ক্রাইম রিপোর্টার: রাজীব খাঁন
রাজশাহীর খড়খড়ি এলাকায় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সামনে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছেন। রবিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে একটি ড্রাম ট্রাকের সঙ্গে দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে অন্তত ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক, যাদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, চাঁপাইনবাবগঞ্জের রাণীহাটি ইউনিয়ন জামায়াতে ইসলামীর অন্তত ৯০ জন নেতাকর্মী ও সমর্থক দুটি বাসে করে পিরোজপুরে প্রয়াত জামায়াত নেতা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর কবর জিয়ারতে যাচ্ছিলেন। বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সামনে একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে সেটি রাস্তার পাশের খাদে পানির মধ্যে উল্টে পড়ে। ঠিক সেই মুহূর্তে পেছনে থাকা বাসটিও নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে একপাশ দুমড়ে-মুচড়ে যায় এবং তাতে আগুন ধরে যায়।
বাসযাত্রী আবুল হোসেন জানান, দুর্ঘটনার পর বাসের যাত্রীরা নিজেরাই আগুন নিয়ন্ত্রণে আনেন এবং খাদে পড়ে যাওয়া বাসের যাত্রীদের উদ্ধারে এগিয়ে আসেন। কিছুক্ষণের মধ্যে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।
রাজশাহী বিশ্ববিদ্যালয় ফায়ার সার্ভিস ইউনিটের টিম লিডার আরিফুল ইসলাম বলেন, "আমরা এসে খাদে পড়ে থাকা বাস থেকে বেশ কয়েকজন যাত্রীকে উদ্ধার করি। তাদের মধ্যে গুরুতর সাতজনকে হাসপাতালে পৌঁছে দিয়েছি। তবে আমাদের পৌঁছানোর আগেই স্থানীয়রা অনেককে উদ্ধার করে পাঠিয়েছেন।"
ঘটনার পর রাজশাহী মহানগর জামায়াতের সাবেক সংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকার হাসপাতালে আহতদের দেখতে যান। তিনি জানান, আহতদের চিকিৎসায় সর্বোচ্চ সহায়তা দেওয়া হচ্ছে এবং দলের পক্ষ থেকে সবসময় খোঁজ রাখা হচ্ছে।
এ দুর্ঘটনায় এখনো কোনো মৃত্যুর খবর পাওয়া না গেলেও আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকরা।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম
সহ-সম্পাদকঃ আবুল কাশেম
বার্তা সম্পাদকঃ রাফসান জাহান
অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা)মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০।রেজিস্ট্রি অফিসঃ চৌকস ভবন,চরকালিগন্জ কেরানীগঞ্জ, ঢাকা -১৩১০
ফোনঃ ০২২২৬৬৩৯৮৪৭
মোবাইলঃ ০১৬০০-৭২২২২৯,০১৯২০-০০৩০৮১
ইমেইলঃchoukasinfo@gmail.com,dainikchoukos@gmail.com
Copyright © 2025 দৈনিক চৌকস. All rights reserved.