ক্রাইম রিপোর্টার: রাজিব খান
রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভার বাজারে অভিযান চালিয়ে ভেজাল অণুসার (দস্তা ও বোরন) ও মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রির অভিযোগে চারটি দোকানকে মোট ১৯ হাজার টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট।
সোমবার (৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আয়েশা সিদ্দিকার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কামরুল হাসান।
অভিযানে যেসব দোকানকে জরিমানা করা হয়:
কৃষি কর্মকর্তা কামরুল হাসান জানান, স্থানীয় কৃষকদের অভিযোগের ভিত্তিতে এসব দোকান থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। পরীক্ষায় ভেজাল প্রমাণিত হওয়ায় মোবাইল কোর্ট পরিচালনা করে আইন অনুযায়ী জরিমানা করা হয়।
অভিযানকালে মোহনপুর থানা পুলিশের এসআই সিরাজের নেতৃত্বে একটি পুলিশ দল উপস্থিত ছিল। অভিযান শেষে জব্দকৃত ভেজাল পণ্য জনসম্মুখে ধ্বংস করা হয়।