ক্রাইম রিপোর্টার : রাজিব খান
ইসরায়েলি বাহিনীর চলমান বর্বর আগ্রাসন ও গাজা উপত্যকায় নৃশংস গণহত্যার প্রতিবাদে রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাটে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (৭ এপ্রিল) বিকেলে কেশরহাট জামে মসজিদের উদ্যোগে এবং উপজেলা জামায়াত শাখার আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।
মিছিলটি কেশরহাটের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাজশাহী-নওগাঁ আঞ্চলিক মহাসড়ক হয়ে পৌরসভার গুরুত্বপূর্ণ রাস্তাগুলো অতিক্রম করে। পরে এটি এক প্রতিবাদ সমাবেশে পরিণত হয়। পুরো কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন মোহনপুর উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা জি. এম. আবদুল আওয়াল। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলা শাখার নায়েবে আমীর মাওলানা আব্দুল খালেক, সুরা সদস্য মাওলানা ইসমাইল আলম আল হাসানী, মোহনপুর উপজেলা শাখার সহকারী সেক্রেটারি মাস্টার আব্দুল আজিজ, উপজেলা সেক্রেটারি আব্দুল গফুর মৃধা, মাওলানা আবুল কালাম আজাদ, মাওলানা হাসান আলীসহ পৌর ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা। এছাড়া স্থানীয় ব্যবসায়ী সংগঠন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও বিক্ষোভে সংহতি প্রকাশ করেন।
বক্তারা বলেন, ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনের নিরস্ত্র জনগণের ওপর যে ভয়াবহ গণহত্যা চালাচ্ছে, তা মানবতার বিরুদ্ধে ভয়ঙ্কর অপরাধ। এই আগ্রাসনের বিরুদ্ধে বিশ্ব জনমত গড়ে তোলা এখন সময়ের দাবি। ফিলিস্তিনের জনগণের পাশে দাঁড়ানো প্রতিটি মুসলমানের নৈতিক দায়িত্ব বলেও উল্লেখ করেন তারা। শান্তিপূর্ণ এই কর্মসূচি সফল করতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে দেশবাসী ও সকল স্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম
সহ-সম্পাদকঃ আবুল কাশেম
বার্তা সম্পাদকঃ রাফসান জাহান
অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা)মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০।রেজিস্ট্রি অফিসঃ চৌকস ভবন,চরকালিগন্জ কেরানীগঞ্জ, ঢাকা -১৩১০
ফোনঃ ০২২২৬৬৩৯৮৪৭
মোবাইলঃ ০১৬০০-৭২২২২৯,০১৯২০-০০৩০৮১
ইমেইলঃchoukasinfo@gmail.com,dainikchoukos@gmail.com
Copyright © 2025 দৈনিক চৌকস. All rights reserved.