শরিফুল ইসলাম, ফরিদপুর প্রতিনিধি।
ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বাহিনীর অব্যাহত গণহত্যার প্রতিবাদে ফরিদপুরে অনুষ্ঠিত হয়েছে এক স্মরণকালের বৃহত্তম বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি।
সোমবার সকাল ১১টায় ফরিদপুর প্রেস ক্লাবের সামনে সর্বস্তরের ছাত্র-জনতার ব্যানারে এই কর্মসূচির সূচনা হয়। বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জনতা ব্যাংক মোড়ে এক ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচির মাধ্যমে চলমান গণহত্যার বিরুদ্ধে জোরালো প্রতিবাদ জানানো হয়। পরে প্রেস ক্লাব প্রাঙ্গণে ফিরে মুনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।
কর্মসূচিতে বক্তব্য রাখেন ছাত্র প্রতিনিধি কাজি রিয়াজ, আর এম হৃদয়, সজল, ইতু, সাইফ, অথয়, আরাফাত, আশিকুর, বাবু, নুর, বৈশাখী, মৌ, আসরাফ, জেবা, জারিফ ও নিরব ইমতিয়াজ শান্ত। এছাড়াও উপস্থিত ছিলেন খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখার সভাপতি মাওলানা আমজাদ হোসেন, হেফাজতে ইসলামের সভাপতি মাওলানা কবির হোসেন এবং ইংরেজি ভাষায় বক্তব্য রাখেন ফারহান সাদিক নুর।
সরকারি রাজেন্দ্র কলেজের শিক্ষার্থী দিল আফরোজ শ্রাবণীসহ আরও অনেকেই ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে বক্তব্য রাখেন।
অবস্থান কর্মসূচিতে ইসলামী সংগীত, কবিতা আবৃতি ও বিদ্রোহী সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অংশগ্রহণকারীরা তাদের প্রতিবাদ প্রকাশ করেন। ফরিদপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত ছাত্রছাত্রী ও সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কর্মসূচি বিশাল জনসমুদ্রে পরিণত হয়।
বক্তারা বলেন, “ফিলিস্তিনে আমাদের নিরীহ ভাই-বোনদের উপর চলমান হত্যাযজ্ঞের বিরুদ্ধে মুসলিম উম্মাহকে জেগে উঠতে হবে। এই বর্বরতা মেনে নেওয়া যায় না।”
তারা জাতিসংঘের নিষ্ক্রিয় ভূমিকার তীব্র সমালোচনা করে বলেন, “জাতিসংঘ আজ অন্যায়ের পক্ষে দাঁড়িয়ে গেছে। এ জাতিসংঘের নীরবতা আমরা মানি না।”
বক্তারা অবিলম্বে ইসরাইলি পণ্য বর্জনের ডাক দিয়ে বলেন, “যতদিন না এই গণহত্যা বন্ধ হচ্ছে, ততদিন ইসরাইলি পণ্যের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলবে।”
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম
সহ-সম্পাদকঃ আবুল কাশেম
বার্তা সম্পাদকঃ রাফসান জাহান
অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা)মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০।রেজিস্ট্রি অফিসঃ চৌকস ভবন,চরকালিগন্জ কেরানীগঞ্জ, ঢাকা -১৩১০
ফোনঃ ০২২২৬৬৩৯৮৪৭
মোবাইলঃ ০১৬০০-৭২২২২৯,০১৯২০-০০৩০৮১
ইমেইলঃchoukasinfo@gmail.com,dainikchoukos@gmail.com
Copyright © 2025 দৈনিক চৌকস. All rights reserved.