ক্রাইম রিপোর্টার,আল-আমিন, শেরপুর।
মুক্তির রাজপথ ইসলামি খেলাফত এ প্রতিপাদ্যকে সামনে রেখে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি নৃসংশ গনহত্যা বর্বরচিত হামলা ও ভারতে মুসলিম নিধনের প্রতিবাদে মার্চ ফর প্যালেস্টাইন অনুষ্ঠিত হয় শেরপুরে। ৭ এপ্রিল সোমবার ছাত্র জনতা এবং তৌহিদী জনতার আয়োজনে বিক্ষোভ মিছিলটি বেড় হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থান নেয় । এ সময় নারায়ে তাকবির আল্লাহু আকবার ধ্বনিতে মুখরিত ছিল শেরপুর শহর। র্যালিটি জেলা প্রশাসক শেরপুরে অবস্থান নিয়ে বিভিন্ন জন বিভিন্ন ইসলামিক শ্লোগান দেন। এ সময় শেরপুর জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান এ বিক্ষোভ মিছিলের পক্ষে আছে বলে মত প্রকাশ করেন এবং তিনি ফিলিস্তিনের সকল শহীদদের আত্নার মাগফিরাত কামনা করেন।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম
সহ-সম্পাদকঃ আবুল কাশেম
বার্তা সম্পাদকঃ রাফসান জাহান
অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা)মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০।রেজিস্ট্রি অফিসঃ চৌকস ভবন,চরকালিগন্জ কেরানীগঞ্জ, ঢাকা -১৩১০
ফোনঃ ০২২২৬৬৩৯৮৪৭
মোবাইলঃ ০১৬০০-৭২২২২৯,০১৯২০-০০৩০৮১
ইমেইলঃchoukasinfo@gmail.com,dainikchoukos@gmail.com
Copyright © 2025 দৈনিক চৌকস. All rights reserved.