মোঃ আল আমিন আশুলিয়া। চিতলমারী (বাগেরহাট), ৭ এপ্রিল:
বাগেরহাট জেলার চিতলমারী উপজেলায় সোনালী ব্যাংকের স্থানীয় শাখায় আজ সোমবার দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন লাগার পরপরই ব্যাংকটির ভেতরে থাকা গ্রাহক ও কর্মচারীরা আতঙ্কিত হয়ে পড়েন, এবং অন্তত ৫-৬ জন ভেতরে আটকা পড়ে যান বলে প্রাথমিকভাবে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুপুর আনুমানিক ১টা ১৫ মিনিটের দিকে হঠাৎ করে ব্যাংকের ভবনের নিচতলা থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই পুরো ভবন ধোঁয়ায় ঢেকে যায় এবং আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতায় ভবনের ভেতরে থাকা অনেকে দ্রুত বের হতে পারেননি।
অগ্নিনির্বাপক বাহিনীর তৎপরতা
খবর পেয়ে চিতলমারী ও পার্শ্ববর্তী উপজেলা থেকে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। অগ্নিনির্বাপক কর্মীরা ভবনের জানালা ভেঙে এবং ছাদ কেটে ভেতরে আটকে থাকা মানুষদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এখন পর্যন্ত ৩ জনকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
প্রাথমিক ধারণা ও তদন্ত
আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া না গেলেও ধারণা করা হচ্ছে, বিদ্যুৎ লাইনের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে ঘটনার প্রকৃত কারণ জানতে জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠনের ঘোষণা দেওয়া হয়েছে।
চিতলমারী থানার ওসি মো. মাহবুবুর রহমান বলেন, “ঘটনাস্থলে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় জনতা যৌথভাবে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি, তবে একাধিক ব্যক্তি ধোঁয়ায় অজ্ঞান হয়ে পড়েছেন।”
আতঙ্ক ও আর্থিক ক্ষয়ক্ষতি
ব্যাংকের ভেতরে থাকা কাগজপত্র, কম্পিউটার ও নগদ অর্থের বেশ কিছু অংশ পুড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। ব্যাংক কর্তৃপক্ষ বলছে, সম্পূর্ণ ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে সময় লাগবে। এদিকে এলাকার সাধারণ মানুষ ভীত ও উদ্বিগ্ন হয়ে পড়েছে, কারণ এটি ওই অঞ্চলের একমাত্র পূর্ণাঙ্গ ব্যাংক শাখা।
উদ্ধার ও সহায়তা কার্যক্রম চলছে
বিকেল ৪টা পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। উদ্ধার কাজ অব্যাহত রয়েছে এবং প্রয়োজনীয় সহায়তার জন্য জেলা প্রশাসন ও ব্যাংক কর্তৃপক্ষ সমন্বয়ে কাজ করছে।