পোরশা নওগাঁ থেকে মোঃ কামরুজ্জামান সরকার বাবু:- নওগাঁর পোরশায় স্থানীয় উপজেলা বাসী ও যুবসমাজের আয়োজনে উপজেলা মডেল মসজিদ থেকে ফিলিস্তিনে ইসরাইল নৃশংস গনহত্যা ও আল আকসা মসজিদে হামলার প্রতিবাদে আজ সোমবার বিকেলে এক বিক্ষোভ মিছিল বের করা হয় উক্ত মিছিলে নেতৃত্ব দেন উপজেলা বাসী ও যুবসমাজ। উপজেলার বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে উপজেলা মডেল মসজিদ এর সামনে এসে সমাপ্ত হয়। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় সভায় বক্তব্য রাখেন উপজেলা মডেল মসজিদ এর ইমাম মোঃ আহাদ আলী, শিক্ষক মোঃ শরিফুল ইসলাম, উপজেলা পরিষদ জামে মসজিদ এর ইমাম মোঃ সুলতান মাহমুদ, প্রভাসক মোঃ মেসবাহুল ইসলাম, মোয়াজ্জেম আমজাদ হোসেন, সহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।