ক্রাইম রিপোর্টার: রাজীব খাঁন
রাজশাহীর মোহনপুর উপজেলা ছাত্রদল কলেজ শাখার উদ্যোগে গাজায় ইসরায়েলি গণহত্যা ও মানবতাবিরোধী কার্যকলাপ বন্ধের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে এই কর্মসূচি আয়োজিত হয়।
বিক্ষোভ ও প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. আব্দুর রাজ্জাক, সদস্য সচিব মাহামুদুর হাসান রুবেল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. শাকিবুল হাসান লিটন, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী ও মেহেদী হাসান টুটন। এছাড়াও কলেজ শাখার সভাপতি শিমুল, সাধারণ সম্পাদক লিটনসহ অন্যান্য ছাত্রনেতা সাব্বির, জাকির, নাহিদ, সজিব এবং কলেজের সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন।
এই কর্মসূচিতে বক্তারা গাজায় চলমান সংঘাতকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে উল্লেখ করে এর তীব্র নিন্দা জানান এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।