মোঃ আব্দুল্লাহ্ , খুলনা প্রতিনিধি:
ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বাহিনীর অব্যাহত গণহত্যার প্রতিবাদে খুলনায় অনুষ্ঠিত হয়েছে এক স্মরণকালের বৃহত্তম বিক্ষোভমিছিল ও অবস্থান কর্মসূচি। সোমবার দুপুর ০৩ টায় খুলনা শিববাড়ির সামনে সর্বস্তরের ছাত্র-জনতার ব্যানারে এই কর্মসূচির সূচনা হয়। বিক্ষোভমিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জনতা শিববাড়ি মোড়ে দুই ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচির মাধ্যমে চলমান গণহত্যার বিরুদ্ধে জোরালো প্রতিবাদ জানানো হয়। এছাড়াও উপস্থিত ছিলেন হৃদয় খুলনা গ্রুপের হেড এডমিন মোঃআবদুল্লাহ,ফয়সাল আহমেদ,নাঈম ফারহান,এল এক্স হাসান,বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল আজিজ জুয়েল, আল ফারুক,মোহাম্মদ জালাল আহমেদ মিঠু, মনিরুজ্জামান জুয়েল, শাকিল সহ অন্যান্য সদস্যবৃন্দ।
খুলনার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত ছাত্রছাত্রী ও সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কর্মসূচি বিশাল জনসমুদ্রে পরিণত হয়।
বক্তারা বলেন, “ফিলিস্তিনে আমাদের নিরীহ ভাই-বোনদের উপর চলমান হত্যাযজ্ঞের বিরুদ্ধে মুসলিম উম্মাহকে জেগে উঠতে হবে। এই বর্বরতা মেনে নেওয়া যায় না। “তারা জাতিসংঘের নিষ্ক্রিয় ভূমিকার তীব্র সমালোচনা করে বলেন, “জাতিসংঘ আজ অন্যায়ের পক্ষে দাঁড়িয়ে গেছে। এ সহ জাতিসংঘের নীরবতা আমরা মানি না । “বক্তারা অবিলম্বে ইসরাইলি পণ্য বর্জনের ডাক দিয়ে বলেন, “যতদিন না এই গণহত্যা বন্ধ হচ্ছে, ততদিন ইসরাইলি পণ্যের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলবে।