ফকির আল মামুন স্টাফ রিপোর্টার( ফরিদপুর) :
ফরিদপুর সদর উপজেলায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে খাদে পড়ে নিহত ৬, আহত ৩৫ জন। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যায়।
আজ ৮ এপ্রিল মঙ্গলবার ১২টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের বাখুন্ডা শরিফ জুটমিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় (১)জোয়াদ সরদার (৭০) ( ২)ঈমান সরদার (২২) (৩)ভারতী সরকার (৪০) (৪)মোহাম্মদ আজিবর (৪৫) (৫)আলম (৪৫)
(৬)দীপা খান (৩৪) নামক এই ছয়জন যাত্রী নিহত হয়েছেন বলে জানা যায়।
দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কার্যক্রম চালায় এবং আহতদের বঙ্গবন্ধু মেডিকেল হসপিটালে প্রেরন করেন।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, টেকেরহাট থেকে ছেড়ে আসা ফরিদপুরগামী হাইডেক্স নামের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের কুটির সাথে ধাক্কা লাগায় উল্টে রাস্তার পাশে খাদে পড়ে যায়।
স্টেশন অফিসার মো. নজরুল ইসলাম বলেন, "খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালানো হয়। বাসে প্রায় ৪০/৪৫ জনের মতো যাত্রী ছিলেন। এর মধ্যে ৬ জন নিহত হয়েছেন এবং ৩৫ জন আহত হয়েছেন। অনেকের অবস্থা আশঙ্কাজনক। আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।
ফকির আল মামুন
০১৭১৭৮৮২৮৮
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম
সহ-সম্পাদকঃ আবুল কাশেম
বার্তা সম্পাদকঃ রাফসান জাহান
অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা)মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০।রেজিস্ট্রি অফিসঃ চৌকস ভবন,চরকালিগন্জ কেরানীগঞ্জ, ঢাকা -১৩১০
ফোনঃ ০২২২৬৬৩৯৮৪৭
মোবাইলঃ ০১৬০০-৭২২২২৯,০১৯২০-০০৩০৮১
ইমেইলঃchoukasinfo@gmail.com,dainikchoukos@gmail.com
Copyright © 2025 দৈনিক চৌকস. All rights reserved.