ক্রাইম রিপোর্টার: রাজীব খাঁন
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান আজ (১৫ এপ্রিল ২০২৫) পবা থানা পরিদর্শন করেন। বেলা ১১:৪৫ মিনিটে তার আগমন উপলক্ষে উপ-পুলিশ কমিশনার (শাহমখদুম) মীর মো. শাফিন মাহমুদ তাকে আন্তরিক শুভেচ্ছা জানান। এসময় পবা থানার অফিসার ইনচার্জ মো. মনিরুল ইসলামের নেতৃত্বে একটি চৌকস পুলিশ দল তাকে গার্ড অব অনার প্রদান করে।
পরিদর্শনকালে পুলিশ কমিশনার থানার বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং পুলিশি সেবার মান উন্নত করতে সংশ্লিষ্ট সকলকে পেশাদারিত্ব, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন। তিনি জনগণের সেবায় পুলিশের ভূমিকা আরও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন এবং এ সংক্রান্ত বেশ কিছু দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (শাহমখদুম) এ.টিএম. মাইনুল ইসলাম, সহকারী পুলিশ কমিশনার (শাহমখদুম) এসএম ফারুক হোসেনসহ অন্যান্য পুলিশ কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
পুলিশ কমিশনারের এই পরিদর্শন পবা থানার কার্যক্রমে স্বচ্ছতা ও পেশাদারিত্ব নিশ্চিত করার পাশাপাশি জনগণের আস্থা আরও বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে।