ESF-এর কর্ণধার জনাব এনায়েত উল্যাহ সৈয়দ (শিপুল সৈয়দ স্যার)-কে টেলিভিশন এসোসিয়েশন অব বাংলাদেশ (ট্র্যাব)-২০২৪ এ শ্রেষ্ঠ অভিনেতা (নাটক- শুধুই তোমার জন্য) নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানাচ্ছি। আজ রাজধানী ঢাকার বিজয়নগর এলাকায় একটি হোটেলে বর্ণাঢ্য
আয়োজনে ট্র্যাবের ২৫তম আসরে এ পুরস্কারে ভূষিত হন তিনি। এ সময় জনাব শিপুল সৈয়দের হাতে পুরস্কার তুলে দেন বিশিষ্ট চলচ্চিত্র ব্যক্তিত্ব জনাব কাজী হায়াৎ।
জনাব শিপুল সৈয়দ স্যারের জীবন আরো রঙ্গীন আলোয় আলোকিত হোক… শুভ কামনা।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম
নিবার্হী সম্পাদকঃ দেওয়ান ওমর ফারুক, সহ-সম্পাদকঃ জাহিদ হোসেন সজল, মোঃ আবুল কাশেম
অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা), মতিঝিল কমার্শিয়াল এলাকা,ঢাকা-১০০০
রেজিস্ট্রি অফিসঃ চৌকস ভবন, চরকালিগন্জ কেরানীগঞ্জ, ঢাকা -১৩১০.
ফোনঃ+8802226639847, মোবাইলঃ 01716127811, 01678741000, ইমেইলঃ choukasinfo21@gmail.com