1. sokalerbangla@gmail.com : admin :
  2. pphelp90@gmail.com : jahid hasa : jahid hasa
April 28, 2024, 5:11 pm
Title :
নাইজেরিয়ায় স্থলমাইন বিস্ফোরণে জিহাদি বিরোধী ১১ মিলিশিয়া যোদ্ধা নিহত সিলেটে সড়ক দুর্ঘটনায় ৩ যুবকের প্রাণহানি রোগীর প্রতি চিকিৎসকের অবহেলা বরদাস্ত করা হবে না: স্বাস্থ্যমন্ত্রী শহীদ শেখ জামালের কবরে আওয়ামী লীগের শ্রদ্ধা পাওয়ার হিটার ম্যাকগার্ককে বিশ্বকাপ দলে দেখতে চান ক্লার্ক বাংলাদেশকে নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্যে বিএনপির লজ্জা পাওয়া উচিত: ওবায়দুল কাদের বাবর-আফ্রিদির নৈপুন্যে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ সমতায় শেষ করলো পাকিস্তান নিজ নিজ ম্যাচে জয়ী হয়ে লা লিগায় শীর্ষ চারের আরো কাছাকাছি এ্যাথলেটিকো ও জিরোনা জাতির পিতার সমাধিতে নির্বাচন কমিশনার মো.আলমগীরের শ্রদ্ধা নাটোরে দিন ব্যাপী হজ্জ প্রশিক্ষণ

বেনাপোল ৩৯৬ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তারকরেছে র‍্যাব।

Reporter Name
  • Update Time : Thursday, March 28, 2024,
  • 102 Time View

আনোয়ার হোসেন। নিজস্বপ্রতিনিধিঃ বেনাপোল পোর্ট থানা সীমান্ত এলাকার পুটখালী গ্রামে এলাকায় অভিযান চালিয়ে ৩৯৬ বোতল ফেন্সীডিল সহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তারকরেছে র‍্যাব।গত মঙ্গলবার সন্ধ্যার পর বেনাপোল সীমান্তো এলাকার পুটখালী গ্রামের অভিযান চালিয়ে তাঁদেরকে গ্রেপ্তার করে।গ্রেপ্তারকৃতরা হলো পুটখালী গ্রামের আজিজুর রহমানের ছেলে হাফিজুর রহমান ও বালুন্ডা গ্রামের সিরাজুল গাজীর ছেলে ইসরাফিল গাজি।বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৬ যশোর ক্যাম্পের কমান্ডার মেজর সাবিব হোসেন।র‍্যাবের এই কর্মকর্তা জানান, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন বেনাপোল পোর্ট থানা এলাকার পুটখালী গ্রামে স্থানীয় ওলিয়ার রহমানের মালিকানাধীন বিশাল গরু ফার্মের ভিতর বিক্রির জন্য ফেন্সিডিল মজুদ করেছে মাদক কারবারিরা। খবর পেয়ে গতমঙ্গলবার সন্ধ্যার সময় অভিযান পরিচালনা করে র‍্যাব। ঘটনাস্থল থেকে হাফিজুর রহমান ও ইসরাফিল গাজিকে গ্রেপ্তার করা হয়।এ সময় জিজ্ঞাসাবাদে ওই ফার্মের উত্তর পাশের একটি জমির কলা গাছের ঝোপ থেকে দুই বস্তায় পাওয়া যায়। সেখান থেকে ৩৯৬ বোতল ফেন্সীডিল জব্দ করা হয়।গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‍্যাব কর্মকর্তা মেজর সাবিব হোসেন জানান, সীমান্তবর্তী এলাকায় বসবাস হওয়ার সুযোগে তারা বিভিন্ন অবৈধ পন্থায় স্বল্প মূল্যে ফেন্সীডিল কিনে যশোরসহ দেশের বিভিন্ন জেলায় বেশি দামে বিক্রয় করে থাকে। গ্রেপ্তার হাফিজুর রহমানের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে দুইটি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা বিচারাধীন রয়েছে। অন্যদিকে মোঃ ইসরাফিলের বিরুদ্ধে মাদক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা বিচারাধীন রয়েছে।জব্দকৃত মাদকদ্রব্য গ্রেপ্তারকৃতদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।গতকাল বুধবার তাদের যশোর সদর জেল হাজতে পাঠায় পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved dailychoukas.com 2018
Theme Customized BY LatestNews