1. sokalerbangla@gmail.com : admin :
  2. pphelp90@gmail.com : jahid hasa : jahid hasa
  3. shahriarnishat84@gmail.com : Nishat Shahria : Nishat Shahria
  4. sholimuddin1986@gmail.com : Sholim : Sholim
  5. smnazrulislam.official@gmail.com : SM Nazrul Islam : SM Nazrul Islam
September 16, 2024, 5:30 am
Title :
রাজশাহীর সেই যুবলীগ নেতা রুবেল পাঁচ দিনের রিমান্ডে গোদাগাড়ী থানার নতুন ওসি মনিরুল ইসলাম এর যোগদান সম্পাদক পরিষদের বিবৃতি—আন্দোলনের পর সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা মামলা সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করা হচ্ছে সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা মামলা অন্তর্বর্তী সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করা হচ্ছে! বন্যা-দুর্গত মানুষের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প ফুলগাজী, ফেনী সেচ্ছাসেবক দলের সভাপতির উপর হামলার প্রতিবাদে মোহনপুরে বিক্ষোভ মিছিল ★★খুলনায় কর্মরত দৈনিক চৌকস পত্রিকার প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ★★ সিএমপি কমিশনার নগরবাসীর অভিযোগ শুনবেন সরাসরি প্রতি মঙ্গলবার করিমগঞ্জের জয়কা ইউনিয়ন বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মোহনপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কাউটের ড্রাম সেট উপকরণ বিতরণ

দিনাজপুরের কৃষকরা ইরি বোরো ধান কাটার প্রস্তুতি নিচ্ছে

Reporter Name
  • Update Time : Saturday, April 27, 2024,
  • 241 Time View

জেলায় ১৩টি উপজেলার কৃষকরা ইরি-বোরোর পাকা ধান কাটার প্রস্তুতি নিচ্ছে। দিনাজপুর জেলা কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ নুরুজ্জামান মিয়া গতকাল শুক্রবার রাতে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন গত এক সপ্তাহে জেলার ১৩ টি উপজেলায় ইরি-বোরো মৌসুমের শেষ পর্যায়ে ফসলের অবস্থা পরিদর্শন করেছেন।
তিনি আরো জানান, চলতি বছর ইরি-বোরো ধান মাঠে প্রায় অর্ধেক  পেকেছে। কৃষকরা ধান কাটার প্রস্তুতি নিচ্ছে। কোন প্রাকৃতিক দুর্যোগ ঘটার আগেই মাঠের ধার কর্তন করে ঘরে তুলতে কৃষকদের পরামর্শ দেওয়া হয়েছে। আগামী ২/৪ দিনের মধ্যেই বোরো আগাম জাতের ধান কর্তন শুরু হবে ।
ধান কাটার জন্য জেলার প্রত্যেকটি উপজেলায় কৃষি বিভাগ ভর্তুকির মাধ্যমে বিভিন্ন ধরনের ধান কাটার আধুনিক মেশিন কৃষকদের দোরগোড়ায় পৌঁছে দিয়েছে। গত ৩ বছরে জেলার ১৩ টি উপজেলার ১০৩ টি ইউনিয়নে  প্রায় ১২০০ বিভিন্ন ধরনের ধান কাট মাড়ায়ের আধুনিক মেশিন কৃষি বিভাগ  কৃষকদের কাছে সরবরাহ করেছে। অত্যাধুনিক  মেশিনে একই সাথে ধান কাটা ও মাড়াই হয়। ফলে এখন আর ধান কাটা শ্রমিকের জন্য কৃষকদের অপেক্ষা করতে হয় না। তিনি বলেন, কৃষরো এ পদ্ধতি ব্যবহারের ফলে  ঝড় বৃষ্টির শুরু হওয়ার  পূর্বেই ধান কেটে ঘরে তুলতে পারবে। কৃষি বিভাগের মাঠ কর্মীরা কৃষকদের  ধান কাটার জন্য পরামর্শ ও সহযোগিতা  দিচ্ছেন।
কৃষি বিভাগের উপ-পরিচালক বলেন, এবার দিনাজপুর জেলার ইরি- বোরো ধানের বাম্পার ফলন হয়েছে।  
দিনাজপুর সদর উপজেলার কমলপুর গ্রামের কৃষক আব্দুল হামিদ ও রফিকুল ইসলাম জানান, মাঠের ধান পেকেছে তারা প্রস্তুতি নিচ্ছে ধান কাটার ।
জেলার ঘোড়াঘাট উপজেলায় কৃষি কর্মকর্তা রফিকুজ্জঅন জানান,  ইরি, বোরো ধানের মাঠগুলো ঘুরে দেখো যায়, কারো  বোরো ধান পেকেছে । তারা ধান কাটার প্রস্তুতি নিচ্ছে। ওই কৃষি কর্মকর্তা আরো জানান, চলতি মৌসুমে জেলার ১৩ টি উপজেলায় ১ লাখ ৭২ হাজার ২০০হেক্টর  জমিতে ইরি- বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। অতিরিক্ত ২ হাজার ৫০০ হেক্টরে ধান চাষ অর্জিত  হয়ে মোট এক লাখ ৭৪ হাজার ৭০০ হেক্টর জমিতে ধানের  ফলন হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রায় ৮ লাখ মেট্রিক টন চাল।
 এবার ঘোড়াঘাট উপজেলায়  ৯ হাজার ১২৬ হেক্টর জমিতে বোরো চাষ করা হয়েছে। এখন পর্যন্ত বড় ধরনের কোনো দুর্যোগ বা পোকা মাকড়ের আক্রমণ দেখা যায়নি। আশা করা যাচ্ছে গত বছরের চেয়ে এ বছর বোরো ধান উৎপাদন বেশি হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved dailychoukas.com 2018
Theme Customized BY LatestNews