1. sokalerbangla@gmail.com : admin :
  2. dainikchoukos@gmail.com : jahid hasan : jahid hasan
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১১:৪১ অপরাহ্ন
সদ্য প্রাপ্ত:-
রাজশাহীর মোহনপুরে ক্ষুদ্র-নৃগোষ্ঠীর মাঝে উন্নত জাতের গরু বিতরণ পুলিশ সপ্তাহ ২০২৫: শেরপুর জেলা পুলিশের ভার্চুয়াল অংশগ্রহণ সদরপুরে বিদ্যুৎ সংযোগ চেয়ে গেলে অফিসে উত্তেজনা, গ্রাহকের অভিযোগ দুর্ব্যবহারের মোহাম্মদপুরের কিশোরীর ওপর সংঘবদ্ধ যৌন নির্যাতনের অভিযোগে চার জনকে আটক গারো পাহাড়ে হাতির চলাচলে প্রতিবন্ধকতা অপসারণে বন বিভাগের অভিযান টাঙ্গাইলে এক হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ইউপি সদস্যসহ দুই ব্যক্তি শ্রীবরদীতে মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণে কৃষি প্রশিক্ষণ কর্মশালা টাঙ্গাইলে প্রেমসংক্রান্ত টানাপোড়েন: এক তরুণের গোপন বিয়ে, অপর প্রেমিকার অনশন আশুলিয়ায় অপরাধ প্রবণতা বেড়েই চলেছে, পুনরায় উদ্ধার হলো একটি লাশ রুফটপ রেস্তোরাঁর লাইসেন্স বাতিল

টাঙ্গাইলে এক হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ইউপি সদস্যসহ দুই ব্যক্তি

প্রতিবেদকের নামঃ
  • প্রকাশের সময়ঃ মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল

 

টাঙ্গাইলের বাসাইলে মাদকবিরোধী অভিযানে এক হাজার ইয়াবাসহ দুইজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি দক্ষিণ) একটি দল। আটককৃতদের একজন স্থানীয় ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদস্য বলে জানা গেছে।

 

রবিবার (২৭ এপ্রিল) দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের ক্ষুদিরামপুর বাইপাস এলাকার একটি খাবারের হোটেলের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তল্লাশিতে অভিযুক্তদের কাছ থেকে এক হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

 

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—বাসাইল উপজেলার হাবলা ইউনিয়নের জয়শত গ্রামের মৃত খোরশেদ আলমের ছেলে এবং ৬নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য মো. সুজন রহমান (৩৫) এবং কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার রজব আলীর ছেলে মো. তহর আলী (৩৭)।

 

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি দক্ষিণ) উপপরিদর্শক রাইজ উদ্দিন জানান, গোপন তথ্যের ভিত্তিতে করটিয়া বাইপাস এলাকায় সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দুইজন সন্দেহভাজনকে আটক করে জিজ্ঞাসাবাদের পর ইয়াবাগুলো জব্দ করা হয়।

 

টাঙ্গাইল ডিবি দক্ষিণের অফিসার ইনচার্জ মীর মোশারফ হোসেন বলেন, “আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে টাঙ্গাইল সদর থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকবিরোধী কার্যক্রম চলমান রয়েছে এবং ভবিষ্যতেও তা আরও জোরদার করা হবে।”

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved dailychoukas.com 2014-2025
Theme Customized BY LatestNews