1. sokalerbangla@gmail.com : admin :
  2. dainikchoukos@gmail.com : jahid hasan : jahid hasan
রবিবার, ১৮ মে ২০২৫, ১০:৫৬ অপরাহ্ন
সদ্য প্রাপ্ত:-
নাটোরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম টাঙ্গাইল-২: সাবেক এমপি ছোট মনিরের নির্দেশে মশাল মিছিল, গ্রেপ্তার ৪ চরপাড়া ঘাটে সিডিএর অনুমোদন ছাড়াই গরুর বাজারের জন্য রাস্তা নির্মাণ, সিন্ডিকেটের পেছনে প্রভাবশালী নেতার নাম কুমিল্লায় বিএনপি কার্যালয়ে অগ্নিকাণ্ড ও উত্তেজনা; পদবঞ্চিতদের বিক্ষোভে সংঘর্ষের অভিযোগ নির্বাহী ম্যাজিস্ট্রেটদের তালিকা চেয়েছে তদন্ত সংস্থা; ফেঁসে যাচ্ছেন ম্যাজিস্ট্রেটরা? ৭ বছরে ৫ হাজার টাকায় ২৬ হাজার উদ্যোক্তা গড়ে তোলার সফল যাত্রা টঙ্গীতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে গাড়িচালক নিহত রাজশাহীর মোহনপুরে টিআর প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা মহাপরিচালক কেরানীগঞ্জে অনুমোদনহীন আবাসন নির্মাণে উদ্বেগ, তদারকির অভাব স্পষ্ট রাজশাহী মহানগরীতে আইন-শৃঙ্খলা ব্যবস্থা জোরদার

চরপাড়া ঘাটে সিডিএর অনুমোদন ছাড়াই গরুর বাজারের জন্য রাস্তা নির্মাণ, সিন্ডিকেটের পেছনে প্রভাবশালী নেতার নাম

প্রতিবেদকের নামঃ
  • প্রকাশের সময়ঃ রবিবার, ১৮ মে, ২০২৫

শাহিন আলম

চরপাড়া ঘাট সাগর পার এলাকায় ওসি এল ডিপুর পাশে, সরকারি রাস্তার গ্রিল কেটে কোরবানির গরুর হাট বসানোর জন্য অবৈধভাবে রাস্তা নির্মাণ করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, এ কাজটি সিডিএর (চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ) কোনও অনুমোদন ছাড়াই করা হচ্ছে, যা দণ্ডনীয় অপরাধের শামিল।

সরকারি গ্রিল কাটার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন এলাকাবাসী। তারা বলেন, রাস্তার পাশে দেওয়া এই গ্রিলগুলো যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতে এবং খালপাড়ের সীমানা রক্ষা করতে স্থাপন করা হয়েছে। কিন্তু এইভাবে একের পর এক গ্রিল কাটা হলে এক সময় রাস্তার নিরাপত্তা হুমকির মুখে পড়বে।

এছাড়া, স্থানীয়দের দাবি, খাল ভরাট করে বন বিভাগের জায়গাও দখল করা হচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের অধীনস্থ একটি খাল ভরাট করে তৈরি করা হচ্ছে গরুর বাজার, যার পেছনে রয়েছে একটি প্রভাবশালী সিন্ডিকেট। এলাকাবাসী অভিযোগ করে বলেন, চট্টগ্রাম মহানগর কৃষক দলের সাবেক সভাপতি আলমগীর নেতা নামের একজন ব্যক্তি এই সিন্ডিকেটের নেতৃত্ব দিচ্ছেন বলে ধারণা করা হচ্ছে।

বিষয়টি পতেঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিক এর দৃষ্টিগোচর করা হলে তিনি দায় এড়িয়ে বলেন, এটা আমাদের ফাংশানের মধ্যে পড়ে না। আপনি সিডিএ বা অন্য কোনো প্রশাসনিক দপ্তরে যোগাযোগ করুন।

সিডিএ ইঞ্জিনিয়ার রাজিব বলেন, এ বিষয়ে আমি অবগত ছিলাম না আপনার কাছ থেকে শুনলাম, আপনি আমাকে একটি ছবি দেন এবং এই মুহূর্তেই এই বিষয়ে ব্যবস্থা নিব।

এ বিষয়ে চট্টগ্রাম মহানগর কৃষকদলের নেতার আলমগীরের কাছে জানতে চাইলে তিনি বলেন, ১৭ বছর ধরে আমরা কিছু পাইনি ভাইয়া, আমাদেরকে একটু ছাড় দেন আসুন আমরা সামনাসামনি বসে কথা বলি, এই নিউজটা করিয়েন না , এখানে অবৈধ কিছু হয়নি।

এই বিষয়ে পরিবেশবাদীরা বলছেন, সরকারি জমি ও খাল ভরাট করে এভাবে অবৈধ হাট বসানো শুধু আইনবিরুদ্ধই নয়, বরং এটি জলাবদ্ধতা এবং পরিবেশগত বিপর্যয়ের কারণ হতে পারে।

চট্টগ্রাম সিটি কর্পোরেশন, পানি উন্নয়ন বোর্ড এবং বন বিভাগসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন সচেতন নাগরিকরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved dailychoukas.com 2014-2025
Theme Customized BY LatestNews