1. sokalerbangla@gmail.com : admin :
মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০১:১৯ অপরাহ্ন
সদ্য প্রাপ্ত:-
মৌলভীবাজারে টিলা কেটে মাটি বিক্রি ঝুঁকিতে বসবাসকারী  টাঙ্গাইল-৫ আসনের সাবেক এমপি ছানোয়ার ১৯ দিনের রিমান্ডে পোরশায় মাদকসহ যুবক আটক ফকিরহাটে ২৫ মার্চ গনহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত  খালিশপুরে আলোচিত তাজকির হত্যাকান্ডের রহস্য উন্মোচন। পোরশায় লটারির মাধ্যমে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগ নাটোরের বড়াইগ্রামে মরা গরু জবাই করে মাংস বিক্রির অভিযোগ সুন্দরগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপ‌ল‌ক্ষে প্রস্তুতি সভা গাজীপুরে কালীগঞ্জে দুর্বৃত্তের হামলায় যুগান্তরের সাংবাদিক আহত মহানবী হজরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটুক্তি করায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতার শাস্তির দাবিতে সিংড়ায়,বিক্ষোভ:

চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের সাথে বাংলাদেশ সূফিবাদী ঐক্য ফোরামের সৌজন্য স্বাক্ষাৎ

প্রতিবেদকের নামঃ
  • প্রকাশের সময়ঃ বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫

মঙ্গলবার ২১ জানুয়ারি বিকেল ৪টায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কনফারেন্স কক্ষে চসিক মেয়র আলহাজ্ব ডা. শাহাদাত হোসেন এর সাথে বাংলাদেশ সূফিবাদী ঐক্য ফোরাম কেন্দ্রীয় নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাতে মিলিত হয়। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সূফীবাদী ঐক্য ফোরামের চেয়ারম্যান সাংবাদিক নুর মোহাম্মদ রানা, মহাসচিব মাস্টার মুহাম্মদ আবুল হোসাইন, উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, যুগ্ম মহাসচিব মোহাম্মদ ইলিয়াছ সোহেল, প্রচার সম্পাদক সাংবাদিক মোহাম্মদ নাজিম উদ্দিন মিঞাজী, সাংবাদিক জিয়াউল হক ইমন, নির্বাহী সদস্য মোহাম্মদ নিজাম উদ্দিন, নাজমুল হুদা সাকিব, মোহাম্মদ আনিসুর রহমান বিবলু প্রমূখ।

নেতৃবৃন্দ মেয়রকে লিখিত বিভিন্ন প্রস্তাবনা উপস্থাপন করেন। মেয়র ডা. শাহাদাত হোসেন লিখিত বিভিন্ন প্রস্তাবনা পড়েন ও শুনেন এবং প্রস্তাবনাগুলো বাস্তবায়নের আশ্বাস দেন। তিনি অগ্রাধিকার ভিত্তিতে হযরত বদর শাহ (রহ.) এর নামে চট্টগ্রামে গুরুত্বপূর্ণ স্থাপনা নির্মাণ এবং পর্যায়ক্রমে অক্সিজেন চত্বরে ঘোষিত হযরত গাউছুল আজম আহমদ উল্লাহ মাইজভাভান্ডারী (ক.) চত্বরের বাস্তবায়ন, মুরাদপুর চত্বর ও বহদ্দারহাট চত্বরকে আল্লামা সৈয়দ আহামদ শাহ ছিরিকোটি ও আল্লামা সৈয়দ মুহাম্মদ তৈয়্যব শাহ (রহ.) চত্বর নাম করণের আশ্বাস প্রদান করেন।

ফোরামের নেতৃবৃন্দ এসময় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতাধীন বিভিন্ন মসজিদ থেকে সূফিবাদী গড়ানোর আলেম খতিবদের জোরপূর্বক বের করে দেয়ার বিষয়ে গুরুত্বারোপ করেন এবং কল্পলোক আবাসিক মডেল মসজিদের খতিবসহ প্রত্যেককে পুণ:বহালের দাবী জানান। পাশাপাশি সিটি কর্পোরেশনের আওতাধীন সকল মাজার, খানকা ও ধর্মীয় উপাসনালয়ের সার্বিক নিরাপত্তা নিশ্চিতের অনুরোধ জানান। সর্বশেষ চসিক মেয়র জাতির ক্রান্তিকাল ও বিনির্মাণে সুফি দর্শনের আলোকে সমাজ গঠনের আহ্বান জানান।

বাংলাদেশ সূফিবাদী ঐক্য ফোরামের সকল কার্যক্রমের ভূয়শী প্রসংশা করেন। আগামীতে সিটি কর্পোরেশনকে ঢেলে সাজানোর কাজে বাংলাদেশ সূফিবাদী ঐক্য ফোরাম নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন এবং সকল ক্ষেত্রে বৈষম্যরোধ করে সিটি কর্পোরেশনকে গ্রীণ, ক্লিন এবং আদর্শ নগরী হিসেবে গড়তে সকলের সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved dailychoukas.com 2014-2025
Theme Customized BY LatestNews